রবিবার উত্তর ২৪ পরগনার গোবরডাঙায় একটি দলবদল কর্মসূচীতে যোগ দেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। সেখানেই বিজেপি থেকে তৃণমূলে আসেন কিছু গেরুয়া শিবিরের কর্মী। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, “দিলীপ ঘোষ ও সায়ন্তন বসুর চিকিৎসা প্রয়োজন। ওঁদের দু’জনকে দিল্লীর এইমস হাসপাতালে ভর্তি করা দরকার”।
সম্প্রতি সায়ন্তন বসু থানা জ্বালিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আবার বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সম্প্রতি বলেছেন, “বদল চাই। বদলাও চাই”। দিলীপ ঘোষের বিতর্কিত এই মন্তব্যের প্রতিক্রিয়া জানাতে গিয়ে জ্যোতিপ্রিয় বলেন, “ওঁর শিক্ষাগত যোগ্যতার অভাব আছে। ওঁর সম্পর্কে বিশেষ কিছু বলব না। শুধু এটুকুই বলব, বাংলার সংস্কৃতিতে এসব চলবে না। কোনও দায়িত্বশীল রাজনীতিবিদ এমন কথা বলতে পারেন না। ওদের চিকিৎসার প্রয়োজন”।