করোনার থাবা থেকে রক্ষা পাচ্ছে না ক্রীড়াজগত। একের পর তারকার করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। এবার ইরাকের ফুটবল কিংবদন্তি আহমেদ রাধি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন। এখনও পর্যন্ত বিশ্বকাপে ইরাকের একমাত্র গোল এসেছে তাঁর পা থেকেই। ১৯৮৬ বিশ্বকাপে বেলজিয়ামের বিরুদ্ধে গোল করে রাতারাতি তিনি দেশবাসীর কাছে নয়নের মণি হয়ে উঠেছিলেন।
গত সপ্তাহে করোনা টেস্টে পজিটিভ হন রাধি। এর পর তাঁকে বাগদাদের একটি হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় হাসপাতাল থেকে তাঁকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু কয়েক ঘণ্টা পর আবার অসুস্থ হয়ে পড়েন তিনি। এর পর আর চিকিৎসায় সাড়া দিচ্ছেলেন না তিনি।
এরপর তাকে উন্নত চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য জর্ডনে নিয়ে যাওয়ার কথা ভাবছিলেন তাঁর পরিবারের সদস্যরা। কিন্তু তা আর সম্ভব হল না। রবিবার তিনি মারা যান।