রবিবার চেতলা অগ্রণীর বৃক্ষরোপণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম। অনুষ্ঠান মঞ্চ থেকে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন বিজেপির দিন বদলের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে।
ফিরহাদ বলেন, ” , ‘তালিবানের মতো খুনের রাজনীতি করতে চাইছে বিজেপি। গণতন্ত্রে সুস্থতার লক্ষণ নয়। ওরা চাইছে বাংলায় আগুন জ্বলুক। বাংলার কৃষ্টি ও সংস্কৃতিকে ধ্বংস করতে চাইছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কলকাতায় থাকাকালীন বিজেপি কর্মীরা বিদ্যাসাগর কলেজে ঢুকে বিদ্যাসাগরের মূর্তি ভেঙে দেয়। ওরা হিংসা ছড়াচ্ছে। অন্যদিকে শান্তির পক্ষে কাজ করে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আগুন নিয়ে খেলছেন বিজেপির নেতারা। বাংলার উন্নয়ন চোখে দেখতে পান না। আমফানের ত্রাণ নিয়েও গোলমাল বাধাতে চাইছে। গড়ার পরিবর্তে ওরা ধ্বংসের রাজনীতি শুরু করেছে।”
তিনি আরও জানান, “বাংলায় সব ধর্মের মানুষ একসঙ্গে থাকেন। সব ধর্মের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী যান। বিজেপি যতই বদলা নিয়ে স্লোগান দিক, ওদের স্বপ্ন অধরাই থেকে যাবে। আগামী নির্বাচনে চেষ্টা করেও জয়ী হতে পারবে না। সাধারণ মানুষের আস্থা মুখ্যমন্ত্রীর ওপর আছে। বদলার নীতি বাংলায় প্রত্যাখ্যান করবে সাধারণ মানুষ। সোশ্যাল মিডিয়ায় বিজেপির অপপ্রচারের বিরুদ্ধে আমাদের কর্মীদেরও জবাব দিতে বলা হয়েছে।’’