এবার চোরাশিকারে লাগাম টানতে নিরাপত্তা আরও আঁটসাট হচ্ছে গরুমারা অভয়ারণ্যে। যার জন্য এবার সেখানে আসতে চলেছে প্রশিক্ষিত কুকুর। গরুমারায় নিয়ে আসা হচ্ছে ওরল্যান্ডকে। তবে যে সে প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর নয়! বেলজিয়ান মেলিনয় প্রজাতির এই সারমেয়র ‘পূর্বপুরুষ’ই ওসামা বিন লাদেনকে ট্র্যাক করার দায়িত্বে ছিল।
অভয়ারণ্য সূত্রে খবর, মধ্যপ্রদেশের গোয়ালিয়রে তিন মাসের প্রশিক্ষণ শেষে নিয়ে আসা হচ্ছে ওই প্রশিক্ষিত কুকুরকে। প্রথমে তাকে কলকাতায় এনে সল্টলেক ডিয়ার পার্কে শারীরিক পরীক্ষা করা হবে। সোমবারই গরুমারায় কাজে যোগ দেবে ওরল্যান্ড।
কিন্তু কেন আনা হচ্ছে ওরল্যান্ডকে! বনদফতর সূত্রের খবর, গরুমারায় জীবজন্তুদের নিরাপত্তা নিয়ে বেশ চিন্তিতই হয়ে পড়েছিলেন বনদফতরের কর্মীরা।একের পর এক বন্যপ্রাণী, বিশেষ করে গন্ডার চোরা শিকারিদের জালে ধরা পড়ছিল। ফলে গরুমারার নিরাপত্তা বাড়ানোর জন্য একাধিক উদ্যোগ নিয়েছিল সংশ্লিষ্ট দফতর। তারপরও অভয়ারণ্যে প্রাণ হারাচ্ছে একশৃঙ্গ গন্ডার। মাঝেমধ্যে এখানকার বিভিন্ন জায়গায় অজ্ঞাত পরিচয় সন্দেহভাজনদের দেখাও মিলছিল।
বনদফতরের উদ্যোগের প্রশংসা করে পরিবেশপ্রেমী অসিত ঘোষ, সুজিত দাস বলেন, “এই সময় জঙ্গল তিন মাসের জন্য বন্ধ। আর এই সুযোগে জঙ্গল এলাকায় চোরাশিকারিদের দৌরাত্মও বাড়বে। এই সময় প্রশিক্ষিত সারমেয় আসলে, বন্য জন্তুদের রক্ষা করা সম্ভব হবে”।