দিনের পর দিন আরও খারাপ হচ্ছে পরিস্থিতি। রোজই প্রায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। মোট আক্রান্তের নিরিখে চীন ও ইরানকে টপকে গিয়েছিল ভারত।তারপর এগিয়ে গিয়েছে ইতালি, স্পেন, ব্রিটেনের থেকেও। তবে রোজ নিজেই নিজের রেকর্ড ভাঙছে করোনা ভাইরাস। সোমবারও তার অন্যথা হল না। দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে বাড়তে আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ ২৫ হাজার ছাড়িয়ে গেল এদিন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে আক্রান্ত হয়েছেন ১৪৮২১ জন। আক্রান্তের পাশাপাশি মৃত্যুও বাড়ছে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪৪৫ জনের। দেশে মোট মৃতের সংখ্যা এখন ১৩৬৯৯। অবশ্য গত ২৪ ঘণ্টায় সুস্থও হয়ে উঠেছেন ১৩৯২৫ জন।
সারা দেশে মহারাষ্ট্রে মৃতের সংখ্যা সবচেয়ে বেশি। সেখানে মারা গিয়েছেন ৬১৭০ জন। দিল্লীতে মৃত্যু হয়েছে ২১৭৫ জনের। গুজরাতে মারা গিয়েছেন ১৬৬৩ জন। এর পর তালিকায় রয়েছে তামিলনাড়ু (৭৫৭), উত্তরপ্রদেশ (৫৫০), মধ্যপ্রদেশ (৫১৫), রাজস্থান (৩৪৯), তেলেঙ্গানা (২১০)। অন্যদিকে, প্রথম থেকেই করোনা সংক্রমণে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। সেখানে ১৩২০৭৫ জন করোনা আক্রান্ত। সারা দেশে সংক্রমিতের সংখ্যার চার ভাগের এক ভাগই মহারাষ্ট্রে। এর পরেই রয়েছে দিল্লী। দেশের রাজধানীতে করোনা আক্রান্তের সংখ্যা ৫৯৭৪৬। পাল্লা দিয়ে সংক্রমণ ছড়াচ্ছে তামিলনাড়ুতেও। সেখানে আক্রান্ত ৫৯৩৭৭ জন। গুজরাতে আক্রান্তের সংখ্যা ২৭২৬০।