ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লক্ষ্য করে তোপ দাগলেন রাহুল গান্ধী। তিনি বলেন, নরেন্দ্র মোদী আসলে ‘সারেন্ডার’ মোদী। চীনের সামনে তিনি নিজেকে আত্মসমর্পণ করেছেন। এই ভাবেই প্রধানমন্ত্রীকে আক্রমণ করলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল। লাদাখ ইস্যুতে মোদীকে এর আগেও আক্রমণ করেছেন রাহুল। আর এবার আরও তীক্ষ্ণ হল তাঁর আক্রমণ।
প্রথম থেকেই লাদাখে চীনের আগ্রাসন নিয়ে কেন্দ্রের সমালোচনায় মুখর বিরোধীরা। বিশেষ করে রাহুল গান্ধী। প্রধানমন্ত্রীর নীতি নিয়ে বারবার প্রশ্নে তুলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এক ভাবে সোশ্যাল মিডিয়ায় আক্রমণ শানিয়ে চলেছেন তিনি কেন্দ্রের চীন নীতি নিয়ে। আর আজকেও নরেন্দ্র মোদীকে বেনজিরভাবে কটাক্ষ করলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। এদিন ‘জাপান টাইমস’ নামে একটি জাপানি সংবাদমাধ্যমের প্রতিবেদন টুইট করে রাহুল প্রধানমন্ত্রীকে ‘সারেন্ডার’ মোদী বলে কটাক্ষ করলেন। ‘জাপান টাইমস’-এ প্রকাশিত ওই প্রতিবেদনটিতে ভারতের বিদেশনীতি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।
ওই প্রতিবেদনে ভারতের চিন নীতিকে কাঠগড়ায় তুলে ‘জাপান টাইমস’-এর প্রতিবেদক দাবি করেছেন, নরেন্দ্র মোদী চিন সরকারকে তুষ্ট করে চলার চেষ্টা করছেন। সেই প্রতিবেদনকে হাতিয়ার করেই রাহুল গান্ধী দাবি করলেন চিনের কাছে ‘সারেন্ডার’ করেছেন মোদী। অল্পকথার টুইটে প্রাক্তন কংগ্রেস সাংসদ লিখেছেন, ‘নরেন্দ্র মোদী আসলে সারেন্ডার মোদী।’