বেশ কিছুদিন ধরেই নিখোঁজ ছিলেন তিনি। অবশেষে খোঁজ মিলল তাঁর। কিন্তু এখন আর জীবিত নেই তিনি। পাওয়া গেল তাঁর মৃতদেহ। হ্যাঁ, খুন হয়েছেন তেলেঙ্গানার প্রবীণ কংগ্রেস নেতা রামচন্দ্র রেড্ডিন। পুলিশ জানিয়েছে, খুনের আগে তাঁকে অপহরণ করা হয়েছিল। খুনের কারণ হিসাবে জমি নিয়ে বিবাদকে দেখছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি জমির মালিকানা নিয়ে কংগ্রেস নেতা রামচন্দ্রের সঙ্গে তার এক আত্মীয় প্রতাপ রেড্ডির অশান্তি চলছিল বেশ কিছু সময় ধরে। সেই বিবাদের জেরে খুন হয়েছেন কংগ্রেস নেতা। এই ঘটনায় ওই আত্মীয়র গাড়ির চালকও জড়িত। ঘটনার কথা সামনে আসার পর থেকেই এই দুই অভিযুক্ত ফেরার।
আরো জানা গিয়েছে, রামচন্দ্র রেড্ডি সঙ্গে তার আত্মীয় ঝামেলা হয় একটি গাড়ির ভেতর। পরবর্তী সময় থেকেই তাকে আর খুঁজে পাওয়া যায়নি। এরপর পরিত্যক্ত একটি জায়গা থেকে তার দেহ উদ্ধার হয়।
পুলিশের অনুমান, গাড়ির মধ্যে শ্বাসরোধ করে তাকে খুন করে রামচন্দ্রের আত্মীয় এবং তার গাড়িচালক। পরে ওই পরিত্যক্ত জায়গায় দেহ রেখে পালিয়ে যায় তারা। প্রায় দুদিন ধরে বাড়ি না ফেরায় অপহরণের মামলা দায়ের করা হয় পরিবারের তরফে। এখন দেহ উদ্ধারের পর খুনের মামলা দায়ের করা হয়েছে। দুই অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।