এক টানা ১৪ দিন ধরে বাড়ল পেট্রোল, ডিজেলের দাম। আজও এই বৃদ্ধি অব্যাহত। এভাবে ক্রমাগত পেট্রোল, ডিজেলের বৃদ্ধিতে চিন্তা বাড়ছে মধ্যবিত্তের। করোনা সংক্রমণের কারণে ৮২ দিন ধরে বন্ধ ছিল জ্বালানি তেলের মূল্য নির্ধারণ। মার্চ মাসের মাঝামাঝি থেকে তা বন্ধ ছিল। ফের একবার প্রতিদিন এই মূল্য নির্ধারণ শুরু করেছে তেলের কোম্পানিগুলি। আর তারপর থেকেই দাম বাড়ছে।
শনিবার প্রতি লিটার পেট্রোলের দাম বেড়েছে ৫১ পয়সা। এদিন দিল্লীতে পেট্রোলের দাম হয়েছে লিটার প্রতি ৭৮ টাকা ৮৮ পয়সা। অন্যদিকে প্রতি লিটার ডিজেলের দাম বেড়েছে ৬১ পয়সা। এই দাম বেড়ে লিটার প্রতি ডিজেলের দাম হয়েছে ৭৭ টাকা ৬৭ পয়সা। গত ১৪ দিনে দিল্লীতে পেট্রোলের দাম মোট বেড়েছে ৮ টাকা ২৮ পয়সা।
করোনা সংক্রমণ ও লকডাউনের জেরে প্রায় দু’মাস রাস্তাঘাটে গাড়ির যাতায়াত ছিল অনেক কম। ফলে জ্বালানি তেলের দামে খুব একটা প্রভাব পড়েনি। সেইসঙ্গে জ্বালানি তেল থেকে রাজ্যগুলির আয়ও কমে গিয়েছিল। তার সঙ্গে আন্তর্জাতিক বাজারে তেলের দামও কমে যায়। তাই লকডাউন কিছুটা শিথিল হতেই শুল্ক বাড়াতে শুরু করেছে রাজ্য সরকারগুলি। সেইসঙ্গে দাম বাড়াচ্ছে তেল কোম্পানিও।