দিলীপ ঘোষ এদিন বলেছেন, ‘পশ্চিমবঙ্গকে আমরা বদল করব, বদলাও নেব।’ সেই মন্তব্যের প্রেক্ষিতে মুখ খুললেন কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম। ফিরহাদ জানালেন, “ষড়যন্ত্র, দাঙ্গা, আর মানুষকে হত্যা করা কাজ বিজেপির। আমরা রাজ্যের উন্নয়নের পক্ষে, শান্তির পক্ষে, মানুষকে নিয়ে চলার পক্ষে।”
ফিরহাদ এদিন বলেন, ‘বিজেপি ভাল জিনিস ভাবতে পারে না। গুজরাতেও দাঙ্গা হয়েছে। এই দাঙ্গার জন্য দায়ী সম্পূর্ণ বিজেপি। আমরা হত্যার পক্ষে নই। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানু্ষের পাশে আছেন এবং থাকবেন। মানবিকতা ও শান্তির প্রতীক তিনি। এই পরিস্থিতিতে এই সব বক্তব্য রাখছেন দিলীপ ঘোষেরা। সাধারণ মানুষ মেনে নেবেন না। সময় মতো তাঁরা জবাব দেবেন।’
সাংসদ সৌগত রায় দিলীপ সম্পর্কে বলেন, ‘ওঁর কোনও শিক্ষাদীক্ষা নেই। আমরা বলেছিলাম বদল চাই। আমাদের স্লোগানের কিছুটা অংশ দিলীপবাবুরা চুরি করেছেন। ওঁরা ষড়যন্ত্র ছাড়া কিছু বোঝেন না। বিজেপি সম্পর্কে যত কম বলা যায় ততই ভাল।’