দেশকে রক্ষা করতে গিয়ে লাদাখে শহীদ হয়েছেন বাংলার বীর সেনানি রাজেশ ওঁরাও। প্রশাসন যে পরিবারের পাশে আছে সে কথা ইতিমধ্যেই ঘোষিত। দলের পক্ষ থেকে অনুব্রত মন্ডল রাজেশের বাড়ি গিয়ে জানালেন সবসময় পরিবারের পাশে আছে সরকার। এছাড়াও রাজেশের বোনের পড়াশোনার দায়িত্বও নেবে প্রশাসন।
অনুব্রত রাজেশের পরিবারের সঙ্গে কথা বলে সমবেদনা জানান। সেই সময় রাজেশের জেঠতুতো ভাই অভিজিৎ ওরাং অনুব্রতকে জানান, রাজেশই ছিলেন ওই পরিবারের একমাত্র রোজগেরে। তা শুনেই অনুব্রত বলেন, ‘‘ওর পড়াশোনা এবং বিয়ের খরচ আমরা পার্টি থেকে দেব। এ ছাড়া, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক জনকে চাকরি এবং পাঁচ
লক্ষ টাকা দিয়েছেন।’’
শকুন্তলা এবং অভিজিৎকে অনুব্রত নিজের ফোন নম্বর দিয়ে কোনও সমস্যা হলে সরাসরি তাঁর সঙ্গে যোগাযোগ করার কথাও বলেন। তৃণমূলের মহম্মদবাজার ব্লক কমিটির পক্ষ থেকেও আলাদা ভাবে ১ লক্ষ টাকার চেক দেওয়া হয় ওই পরিবারকে।