করোনার জন্য মার্চের ২০ তারিখ থেকে তারাপীঠের বন্ধ মন্দিরের দরজা। ভক্তদের অপেক্ষার দিন এবার শেষ। প্রায় ৯৩ দিন পর খুলছে তারাপীঠ। রথের দিন মানে আগামী ২৩ জুন সর্বসাধারণের জন্য খুলে যাচ্ছে তারাপীঠ মন্দির। তবে সোশ্যাল ডিসট্যান্সের কথা মাথায় রেখে আপাতত গর্ভগৃহে প্রবেশ করতে পারবেন না ভক্তরা।
স্যানিটাইজেশন টানেল দিয়ে মন্দিরে প্রবেশ করতে হবে। মাস্ক, গ্লাভস পরে নাটমন্দিরে ৬ ফুট দূরত্ব থেকে পুজো দেওয়া যাবে। কিন্তু গর্ভগৃহে প্রবেশ করা যাবে না বলেই জানিয়েছেন মন্দির কর্তৃপক্ষ। মন্দির খুললেও এবার রথ হচ্ছে না তারাপীঠে।