দু-দু’টি কঠিন সত্যি সামনে এল প্রেমিকের সমন্ধে। এক, প্রেমিক বিবাহিত, আর দুই প্রেমিকের স্ত্রী অন্তঃস্বত্বা। এই দুই সত্যি সামনে আসতেই অভিমানে সম্পর্ক শেষ করার সিদ্ধান্ত নেন কলকাতার এক তরুণী। কিন্তু কলেজছাত্রীর সিদ্ধান্ত মানতে পারেনি যুবক। সে আক্রোশেই তরুণীকে গুলি করে খুন করার অভিযোগ উঠল প্রাক্তন প্রেমিকের।
শনিবার সকালে সবেমাত্র ঘুম থেকে উঠেছিলেন রিজেন্ট পার্কের আনন্দ পল্লির বাসিন্দা কলেজ ছাত্রী প্রিয়াঙ্কা পুরকাইত। আচমকাই বাড়ির বাইরে থেকে ছিটকে আসে একটি গুলি। সোজা ঢুকে যায় প্রিয়াঙ্কার শরীরে। ঘটনাস্থলে লুটিয়ে পড়েন বছর কুড়ির মেয়েটা। কিছুক্ষণের মধ্যেই ছটফট করে ঘটনাস্থলে মৃত্যু হয় তাঁর।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত তরুণী প্রিয়াঙ্কা পুরকাইত কলেজের তৃতীয় বর্ষের পড়ুয়া। বেশ কয়েক বছর ধরে জয়ন্ত হালদার নামে এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে ছিল প্রিয়াঙ্কার। দিব্যি চলছিল প্রেম। তবে আচমকাই তরুণী জানতে পারেন জয়ন্ত বিবাহিত। জয়ন্তের স্ত্রী সন্তানসম্ভবা বলেও জানতে পারেন প্রিয়াঙ্কা। তবে অন্তঃসত্ত্বা স্ত্রীর কথা জয়ন্ত আগে প্রিয়াঙ্কাকে জানায়নি বলেই দাবি নিহতের পরিবারের। তাই সে কথা জেনে যাওয়ার পর থেকেই জয়ন্তর সঙ্গে মনোমালিন্য শুরু হয় প্রিয়াঙ্কার।