পুরসভার প্রশাসককে বাড়িতে গিয়ে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠল। পুরুলিয়ার ঝালদা পুরসভার প্রশাসক প্রদীপ কর্মকারকে এই প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। অরুণ কর্মকার নামে এক যুবক শুক্রবার সাড়ে আটটা নাগাদ পুরপ্রশাসকের বাড়ির সামনে দাঁড়িয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে। পরে প্রাণনাশের হুমকি দেয় বলে জানান পুরপ্রশাসক প্রদীপ কর্মকার। গতকাল রাতেই ঝালদা থানায় গিয়ে ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন প্রদীপ কর্মকার।
এর আগে একটি চুরির ঘটনায় ধরা পড়ে অভিযুক্ত যুবক অরুণ কর্মকার। প্রদীপ কর্মকার বলেছেন পুরসভা নির্বাচন আসন্ন। এটা রাজনৈতিক চক্রান্তও হতে পারে। ঝালদা পুরসভায় তৃণমূল কংগ্রেস শক্তিশালী। তাই বিরোধীরা এই ভাবে আতঙ্কের পরিবেশ তৈরি করছে। তাই অভিযুক্ত যুবকের গ্রেফতার ও পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানাই।
দশদিন আগেও ওই যুবক একই কায়দায় প্রদীপ কর্মকারের বাড়ির সামনে এসে গালিগালাজ করে প্রাণে মারার হুমকি দিয়ে যায়। ঘটনার পর ঝালদা থানায় অরুণ কর্মকারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার পরও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি বলে দাবি তার। গতকাল রাতে আবারও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে। ঘটনায় আতঙ্কে প্রদীপ কর্মকার