মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারের বিজ্ঞাপন সরিয়ে দিল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। জার্মানির কুখ্যাত নাৎসি বাহিনীর প্রতীকের সঙ্গে মিল রয়েছে নির্বাচনী প্রচারের বিজ্ঞাপনের সেই চিহ্নের! ফেসবুকের পক্ষ থেকে এ বিষয়ে বলা হচ্ছে, ট্রাম্পের নির্বাচনী প্রচারের বিজ্ঞাপনে যে লাল রঙের ত্রিভুজ আকৃতির প্রতীকটি ব্যবহার করা হয়েছে, সেটি নাৎসিদের প্রতীক, হিংসার প্রতীক।
ফেসবুকের সুরক্ষা নীতির প্রধান নাথানিয়েল গ্লেইচের বলেন, “আমরা এমন কোনও প্রতীক ব্যবহারেরই অনুমতি দিই না, যেটি কোনও ঘৃণ্য আচরণের প্রতিনিধিত্ব করে। যদি অন্য কোনও বিজ্ঞাপনেও এমন চিহ্ন দেখা যায়, তাহলেও আমরা সেটির বিরুদ্ধে ব্যবস্থা নেব।”
ট্রাম্পের বিজ্ঞাপনে লাল ত্রিভুজ আকারের যে চিহ্নটি ব্যবহার করা হয়েছে, তা নাৎসিরা ব্যবহার করত। ট্রাম্পের নির্বাচনী প্রচারের দায়িত্বে থাকা দলের পক্ষ থেকে পাল্টা যুক্তি দিয়ে বলা হয়েছে, যে আমেরিকার কট্টর বামপন্থী দল আন্তিফাকে উদ্দেশ্য করে তারা ওই প্রতীক ব্যবহার করেছিল।
প্রসঙ্গত, সম্প্রতি আমেরিকায় কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডকে হত্যা করার প্রতিবাদে আমেরিকা জুড়ে জন্ম নেওয়া সহিংস আন্দোলনের জন্য বিরোধী বামপন্থী দল আন্তিফাই দায়ী করেছেন ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্পের প্রচার-বিজ্ঞাপনটিতে লাল রঙের একটি ত্রিভুজের চিহ্ন জুড়ে দিয়ে অ্যান্টিফা-বিরোধী পিটিশনে স্বাক্ষর করার জন্য বলা হয়েছিল। ট্রাম্পের বিজ্ঞাপন অপসারণ সম্পর্কে ফেসবুকের এক মুখপাত্র জানিয়েছেন, একটি নিষিদ্ধ দলের ব্যবহৃত রাজনৈতিক বন্দি চিহ্নিতকরণ প্রতীকের ব্যবহার ফেসবুকের নীতিমালার সঙ্গে যায় না। তাই এটি সরানো হয়েছে।