বুধবারই শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্যের করোনা রিপোর্ট পজিটিভ আসে। আর তার পরপরই এবার করোনা আক্রান্ত হলেন বিজেপি জেলা সাধারণ সম্পাদক রাজু সাহা। তাঁর করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। মাটিগাড়ার কোভিড হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। তবে করোনা সংক্রমণ এড়াতে তিনি অত্যন্ত দায়িত্বজ্ঞানহীনের মতো কাজ করেছেন বলে অভিযোগ উঠেছে। সোয়াব টেস্টের পরও ঘরে না থেকে একাধিক কর্মসূচীতে অংশ নিয়ে, জনগণের সঙ্গে মিশেছেন বলে অভিযোগ। এ নিয়ে সরব সবমহল।
প্রসঙ্গত, সোয়াব টেস্টের পর সাধারণত গৃহবন্দী থাকার পরামর্শ দেন চিকিৎসকরা। রিপোর্ট নেগেটিভ এলে, বাইরে বেরনোর অনুমতি মেলে। বুধবার রাজু সাহার সোয়াব টেস্ট হয়েছে। তবে তিনি তারপরও দুটি কর্মসূচীতে যোগ দিয়েছেন। বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়ের সাংবাদিক সম্মেলনে অন্যান্য দলীয় কর্মীর সঙ্গে সেখানে হাজির ছিলেন রাজু সাহাও। পরে সন্ধেবেলা চীনা দ্রব্য বয়কটের ডাক দিয়ে বিক্ষোভ কর্মসূচীতেও অংশ নেন তিনি।
এছাড়া দিন কয়েক আগে পর্যন্তও দার্জিলিংয়ের সাংসদ রাজু সিং বিস্তের সঙ্গে ঘোরাফেরা করেছিলেন জেলা বিজেপির সাধারণ সম্পাদক। ফলে তাঁরাও করোনায় আক্রান্ত কি না, তা নিয়ে ঘোরতর সংশয় তৈরি হয়েছে। সোয়াব টেস্টের পরও এভাবে ঘুরে বেড়িয়ে করোনা সচেতনতায় অত্যন্ত হেলাফেলা করেছেন রাজু সাহা, এমনই অভিযোগ তুলে তৃণমূল জেলা সভাপতি রঞ্জন সরকারেল বলেন, ‘চূড়ান্ত দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিলেন উনি। অপদার্থ নেতা সব। সহ-সভাপতিকে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে যেভাবে মিশেছেন, তাতে নিজে দায়িত্ব নিয়ে গোষ্ঠী সংক্রমণ ছড়াচ্ছেন।’