প্রথমে সরকার ঘুমোচ্ছিল। লাদাখ সীমান্তে জীবন দিয়ে তারই মুল্য চোকাতে হয়েছে জওয়ানদের। ভারত-চীন সংঘাত প্রসঙ্গে এই ভাষাতেই নতুন করে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।
শুক্রবার চীন-ভারত সংঘাত নিয়ে সর্বদলীয় বৈঠক করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভার্চুয়াল বৈঠকে কংগ্রেসের তরফে থাকার কথা রয়েছে সভানেত্রী সোনিয়া গান্ধীর। বৈঠকের ঠিক আগেই ফের কেন্দ্রীয় সরকারকে নিশানা করলেন সোনিয়া-পুত্র। শুক্রবার টুইটে তিনি লিখেছেন, ‘এটা এখন কাচের মতো স্বচ্ছ যে, ১। গলওয়ানে চীনা হামলা পূর্ব পরিকল্পিত, ২। ভারত সরকার প্রথমে ঘুমিয়ে ছিল এবং সমস্যার কথা অস্বীকার করেছিল, ৩। তার মূল্য চোকাতে হয়েছে শহীদ জওয়ানদের।’ লাদাখে হামলা পরিকল্পিত বলে দাবি করেছিলেন প্রতিরক্ষা মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী শ্রীপদ নায়েক। তাঁর উদ্ধৃত একটি রিপোর্ট শেয়ার করেই কেন্দ্রকে নিশানা করেছেন রাহুল।
লাদাখে চীনা সৈনিকদের সঙ্গে সংঘর্ষে ভারতীয় জওয়ানদের শহীদ হওয়ার ঘটনায় এর আগেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। ভারত ও চীনের মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়া সত্ত্বেও মোদী কেন নীরব, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। বুধবার টুইটে রাহুল লেখেন, ‘কেন প্রধানমন্ত্রী চুপ করে আছেন? কেন তিনি লুকোচ্ছেন? যথেষ্ট হয়েছে। কী হয়েছিল, তা আমাদের জানা প্রয়োজন। চীন আমাদের সৈনিকদের মারার সাহস পায় কী করে? ওরা আমাদের জমি নেওয়ার সাহস পায় কী করে?’