গালওয়ান উপত্যকায় সোমবার রাতের সংঘর্ষে চীনা সেনার হেফাজতে থাকা ১০ জন ভারতীয় জওয়ানকে বৃহস্পতিবার বিকেলের দিকে ছেড়ে দেওয়া হয়েছে। সংবাদ সংস্থা পিটিআই-সহ বিভিন্ন সংবাদমাধ্যম শুক্রবার এই খবর দিয়েছে। তবে কেন্দ্রীয় সরকারের তরফে এ ব্যাপারে কিছুই জানানো হয়নি। শুধু গত কাল রাতে সেনাবাহিনীর একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘লাদাখে গলওয়ান উপত্যকার সংঘর্ষে কোনও আর কোনও ভারতীয় জওয়ান নিখোঁজ নেই।’
সংবাদমাধ্যমের খবর, কোনও সমাধান সূত্র বেরিয়ে না এলেও ভারতীয় সেনাবাহিনী ও চীনের পিপলস লিবারেশন আর্মির মেজর জেনারেল পর্যায়ের দু’দিনের দফাওয়ারি বৈঠকেই এ ব্যাপারে বরফ গলে কিছুটা। চিনা সেনার হাতে আটক থাকা ১০ ভারতীয় জওয়ানকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
ভারতীয় সেনাবাহিনী সূত্রে এও জানানো হয়েছে, সোমবারের সংঘর্ষে গুরুতর জখম ১৮ জন জওয়ানের এখনও চিকিৎসা চলছে। তবে তাঁদের সকলের অবস্থাই স্থিতিশীল। অন্তত ৫৮ জন এক সপ্তাহের মধ্যে কাজে যোগ দিতে পারবেন বলে আশা করা হচ্ছে।
এর আগে শেষবার চীনা হেফাজতে ভারতের সেনা গিয়েছিল ১৯৬২ সালের যুদ্ধের সময়। তবে এই সংঘর্ষের জেরে সারা ভারতে চীনা দ্রব্য বয়কটের ঝড় উঠেছে। ভারতের বিভিন্ন প্রান্তে জিনপিংয়ের কুশপুতুল পোড়ানো হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সর্বদল বৈঠকের ডাক দিয়েছেন। বুধবারই ভারতের বিদেশ মন্ত্রী চিনা বিদেশ মন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।