১৯৬২সালের পর আবার লাদাখে ভারত-চীন সীমান্ত অগ্নিগর্ভ। ১৫ জুন মধ্যরাতে লাদাখ সীমান্তে দু’দেশের সেনা সংঘর্ষ শুরু হয়। সরকারি হিসাব অনুযায়ী এখন পর্যন্ত ২০ জন ভারতীয় সেনার মৃত্যু হয়েছে। এই প্রেক্ষিতে দেশজুড়ে চীন বিরোধী স্লোগান উঠেছে। দলমত নির্বিশেষে চীনা পণ্য বয়কটেরও ডাক দেওয়া হয়েছে। প্রশ্ন উঠছে আইপিএলের টাইটেল স্পনসর চীনা সংস্থা, কী সিদ্ধান্ত নেবে বিসিসিআই?
বোর্ডের কোষাধ্যক্ষ অরুণ ধুমাল বলেন, “আগামী দিনে বোর্ড কোনও সংস্থার সঙ্গে চুক্তি করলে দেশ এবং দেশবাসীর স্বার্থের কথা সবার আগে মাথায় রাখবে। সীমান্তে ভারতীয় সেনার ওপর চীনের আক্রমণের পর আগামী দিনে যে কোনও চীনা সংস্থাকে বর্জন করার পক্ষে বিসিসিআই। ভারতীয় সংস্থাকেই আগামী দিনে গুরুত্ব দেবে বোর্ড। ”
তিনি আরও বলেন, “আগামী দিনে কোনও সংস্থার সঙ্গে চুক্তি করার ক্ষেত্রে ভারতীয়দের স্বার্থ কতটা রক্ষা পাচ্ছে সেই বিষয়টা আগে দেখা হবে। চীনা সংস্থা ভিভোর সঙ্গে চুক্তি বোর্ডের পূর্ববর্তী সদস্যরা করেছিলেন। তাই এই চুক্তিকে সম্মান করতে হবে। চীনা সংস্থার থেকে বোর্ড টাকা পেলে সেই টাকা করের মাধ্যমে দেশের অর্থ ভান্ডারে যাচ্ছে। যা পক্ষান্তরে কিন্তু দেশেরই কাজে লাগছে। এক্ষেত্রে ভারতের টাকা আগামী দিনে চীনের স্বার্থরক্ষা করছে, নাকি চীনের টাকা আমাদের স্বার্থরক্ষা করছে সেটা দেখা জরুরি।”