করোনার জেরে বিধ্বস্ত ইটালিতে ফের উৎসব ফেরাল ফুটবল। রোনাল্ডোর জুভেন্টাসের জন্য নয়, দিয়েগো মারাদোনার স্মৃতিজড়িত নাপোলির হাত ধরে। স্টেডিয়ামে দর্শকদের প্রবেশ নিষেধ। ফলে রোমে কোপা ইটালিয়ার ফাইনালে জুভেন্টাসের বিরুদ্ধে মাঠে বসে খেলা দেখার কোনও সুযোগই ছিল না নাপোলির সমর্থকদের। কিন্তু রুদ্ধশ্বাস ম্যাচে টাইব্রেকারে ৪-২ জয়ের পরে আর দেখে কে!
ঐতিহাসিক পিয়াৎজা ত্রিয়াস্তে অ্যান্ড ত্রয়েন্তোতে প্রায় হাজার পাঁচেক নাপোলি সমর্থক জড়ো হন বুধবার রাতে। প্রিয় ক্লাবের জার্সি পরে পতাকা হাতে নিয়ে, গাড়ির হর্ন বাজিয়ে, আতসবাজি পুড়িয়ে বিজয়োৎসব করেন তাঁরা। যেন পুরনো সেই পৃথিবী। লকডাউন, করোনার ভয়ের আগে যেমন উৎসবে মেতে উঠত, ঠিক তেমন।
নাপোলির কিংবদন্তি দিয়েগো মারাদোনাও অভিনন্দন জানিেয়ছেন প্রাক্তন ক্লাবকে। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ‘‘তোমাদের সাফল্যে গর্বিত।’’ ২০১৪ সালের পরে কোনও ট্রফি জিততে পারেনি নাপোলি। তাদের এই দুরন্ত প্রত্যাবর্তনের আসল নায়ক ম্যানেজার জেন্নারো গাত্তুসো।