করোনা পরিস্থিতি কিছুটা সামলে ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেট শুরু হওয়ার কথা ৮ জুলাই। ক্রিকেট ফিরলেও দর্শকরা মাঠে ফিরবেন কিনা তা নিয়ে রয়েছে প্রশ্ন। অনেকেই আগে এই নিয়ে কথা বলেছেন। তবে এবার দর্শকের ব্যাপার নিয়ে মুখ খুললেন ভারতীয় ব্যাটিংয়ের অন্যতম স্তম্ভ রোহিত শর্মা। তিনি বলে দিলেন, দর্শকরাই তো বড় প্রেরণা।
রোহিতের কথায়, ‘‘মাঠে তো আমরা সমর্থকদের দেখে অভ্যস্ত। একটা দলকে এগিয়ে নিয়ে যেতে ওদের ভালবাসা আর আবেগ কতটা কাজ করে। আপনি দর্শকদের প্রতিক্রিয়া না দেখা পর্যন্ত বুঝতেই পারবেন না যে ভারতের হয়ে খেলতে নেমেছেন”।
প্রসঙ্গত, ভারতীয় ক্রিকেটাররা কবে আবার মাঠে নামার সুযোগ পাবেন, তা এখনও স্পষ্ট নয়। দর্শকদের স্টেডিয়ামে প্রবেশ পাওয়ার ব্যাপার তো আরও অন্ধকারে। রোহিত মনে করেন, যে কোনও ক্রিকেট ম্যাচে দর্শকদের একটা বড় ভূমিকা সব সময় থাকে।