একে তো দেশে হু-হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। তার ওপর সোমবার রাতে গালওয়ান উপত্যকায় চীনা সেনার সঙ্গে সংঘর্ষে শহীদ হয়েছেন ২০ জন ভারতীয় জওয়ান। আর সেই কারণেই আজ, নিজের ৫০তম জন্মদিন পালন করবেন না প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। বরং দলের প্রাক্তন সভাপতির হাফ সেঞ্চুরি পূর্ণ হওয়ায় কোনও বিশেষ সেলিব্রেশন না করে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে কংগ্রেস।
সূত্রের খবর, কংগ্রেস শীর্ষনেতৃত্বের তরফ থেকে ইতিমধ্যেই সকল রাজ্য ও জেলা নেতৃত্বকে বলে দেওয়া হয়েছে তারা যেন রাহুল গান্ধীর জন্মদিন পালন না করেন। তার বদলে কংগ্রেস কর্মীদের আজ দলের তরফে দেশের বিভিন্ন প্রান্তের করোনা ও অন্যান্য কারণে দুর্গতদের সাহায্য করতে বলা হয়েছে। সেই সঙ্গে অভুক্তদের খাবার পৌঁছে দেওয়ার কথাও বলা হয়েছে। এরই সঙ্গে করোনা অতিমারীর সঙ্গে সামনে থেকে যারা লড়ছেন তাদের জন্য পিপিই কিট ও মাস্ক দেওয়া হবে দলের পক্ষ থেকে।
উল্লেখ্য, গালওয়ানে চীনা আগ্রাসনের জন্য ২০ জন ভারতীয় সেনা শহীদ হয়েছেন। এরই সঙ্গে দেশজুড়ে করোনা পরিস্থিতি যথেষ্ট উদ্বেগ বাড়াচ্ছে আর এই কঠিন পরিস্থিতিতে রাহুলের জন্মদিন পালন না করে এই বিশেষ কর্মসূচী গ্রহণ করেছে কংগ্রেস হাই কমান্ড। কংগ্রেস কমিটির জেনারেল সেক্রেটারি কেসি বেণুগোপাল কর্মীদের বলেছেন, আর্তদের জন্যই কমিউনিটি কিচেন খোলার। এছাড়া গালওয়ানে শহীদদের স্মৃতিতে সকল রাজ্য ও জেলা কংগ্রেস ইউনিটকে দুই মিনিট নীরবতা পালনের আদেশ দেওয়া হয়েছে।
এখানেই শেষ নয়। কংগ্রেসের ছাত্র সংগঠন ছাত্র পরিষদ বিভিন্ন জায়গায় রক্তদান শিবিরের আয়োজন করেছে। আজ আবার যুব কংগ্রেসের পক্ষ থেকে করোনার সংকটের সময় দুঃস্থদের করোনা ন্যায় কিট প্রদান করা হবে। যুব কংগ্রেসের মহারাষ্ট্র ইউনিট আজ থেকে ‘পরিষেবা সপ্তাহ’ পালন করবে। যুব কংগ্রেসের কর্মীরা দরিদ্র মানুষদের সাহায্যের জন্য সকলে কোনও না কোনও জনহিতকর কাজ করবেন বলে জানা গিয়েছে।