অস্ট্রেলীয় বোর্ডকে বাঁচাতে হয়তো আসরে নামতে পারেন ইংল্যান্ডের স্যর অ্যান্ড্রু স্ট্রস। অস্ট্রেলীয় ক্রিকেট বোর্ডের পদ থেকে সম্প্রতি সরিয়ে দেওয়া হয়েছে চিফ এগজিকিউটিভ অফিসার কেভিন রবার্টসকে। তাঁর জায়গায় এখন উপযুক্ত প্রার্থীর খোঁজ চলছে। অস্ট্রেলীয় ক্রিকেট বোর্ডের প্রধান হতে পারেন এক জন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক। অবিশ্বাস্য হলেও এ রকম একটা সম্ভাবনা তৈরি হয়েছে।
রবার্টসের জায়গায় ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার অ্যান্ড্রু স্ট্রসের নাম উঠছে। জানা গিয়েছে, এই ব্যাপারে স্ট্রসের সঙ্গে আলোচনাও চলছে। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইংল্যান্ডকে অ্যাশেজ যুদ্ধে জয় এনে দেওয়া স্ট্রসকে অস্ট্রেলীয় বোর্ডের মাথায় বসিয়ে দিলে কি বিতর্ক তৈরি হবে না? এই প্রশ্নও উঠছে তবে স্ট্রসের পক্ষে অন্য যুক্তিও আছে।