শহর কলকাতায় করোনার প্রথম দিন থেকে নিজেদের নিয়ে না ভেবে পরিস্থিতি সামাল দিয়েছেন অগুনতি পুলিশেরা। অবশেষে অনেকেই কাহিল হয়েছেন। অনেক পুলিশের শরীরেই বাসা বেধেছে এই ভাইরাস। তবে করোনাজয়ী অফিসার ও পুলিশকর্মীরাই আসল অনুপ্রেরণা। তাই তাদের সঙ্গে দেখা করতে পারেন পুলিশ কমিশনার অনুজ শর্মা। পাশপাশি বৈঠক করবেন থানার ওসি ও অ্যাসিস্ট্যান্ট কমিশনারদের সঙ্গে।
পুলিশবাহিনীর কর্মী ও অফিসারদের পরিবারের লোকেরাও যাতে সুস্থ থাকেন, তা দেখতে পদস্থ পুলিশকর্তাদের নির্দেশ দিয়েছেন পুলিশ কমিশনার। বৃহস্পতিবার কলকাতা পুলিশের পদস্থ কর্তাদের নিয়ে পুলিশ কমিশনার বৈঠক করেন। পুলিশ কমিশনার জানান, “পরের সপ্তাহ থেকেই একে একে শহরের নটি ডিভিশনে গিয়ে পরিদর্শন করবেন তিনি। সংশ্লিষ্ট ডিভিশনের থানার ওসিদের ডেকে পাঠানো হবে। সেখানে থাকবেন অন্য কর্তারাও। পারস্পরিক দূরত্ব মেনেই বৈঠক করবেন”।
কলকাতা পুলিশের তিনশোর উপর কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ২১০ জন। করোনায় আক্রান্ত দুই পুলিশকর্মীর মৃত্যু হয়েছে। এদিন শিয়ালদহ ট্রাফিক গার্ডে মৃত পুলিশকর্মীর শোকসভায় গিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন পুলিশ কমিশনার। পরিবারের হাতে চেক তুলে দেন। জানান, কলকাতা পুলিশ তাঁদের পরিবারের পাশে রয়েছে।