ফের রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে নির্বাচিত হল ভারত। রাষ্ট্রসংঘের সাধারণ সভা-এর ১৯৩টি সদস্য দেশের মধ্যে ভারতের পক্ষে ভোট দেয় ১৮৪টি দেশ। এর ফলে আট বারের জন্য রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ-এর অস্থায়ী সদস্য হিসেবে নির্বাচিত হতে ভারতের কোনও অসুবিধাই হয়নি। ২০২১ সালের জানুয়ারি মাস থেকে ভারতের সদস্যপদের মেয়াদ শুরু হবে।
ভারতের পাশাপাশি নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে নরওয়ে, মেক্সিকো ও আয়ারল্যান্ড। বুধবার অস্থায়ী সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া পর ভারতকে অভিনন্দন জানায় আমেরিকা। তাদের তরফে টুইট করা হয়, ফের রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার জন্য ভারতকে শুভেচ্ছা জানাই। সমগ্র বিশ্বের উন্নয়ন ও চারিদিকে শান্তি বজায় রাখার জন্য আমরা দুটি দেশ এক হয়ে কাজ করব। এর ফলে আমাদের মধ্যেকার বন্ধন আরও দৃঢ় হবে।
ভোটপর্বের ফলাফল প্রকাশিত হওয়ার পর রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী রাষ্ট্রদূত টিএস তিরুমূর্তি বলেন, ‘ভারত ফের ২০২১-২২ সালের জন্য নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে। এর ফলে খুব খুশি হয়েছি আমি। বিভিন্ন দেশ আমাদের সমর্থন করেছে। তারা যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছে তাতে আমি অভিভূত হয়ে পড়েছি।’