লকডাউনের জেরে আর্থিক সঙ্কট। অসহায় মায়ের কাছে খাবার চাইলে মা সেই খাবার দিতে পারেননি। তারপরও খাবারের জন্য বায়না করায় মা একটু বকাঝকা করেন। আর এরপর অভিমানে নিজেকে শেষ করে দিল এক কিশোরী। আত্মঘাতী কিশোরীর নাম সোনিয়া খাতুন (১৪)।
মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে নদিয়া জেলার শান্তিপুর পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের কারিগরপাড়া এলাকায়। সোনিয়া অষ্টম শ্রেণীর ছাত্রী ছিল। নুন আনতে পান্তা ফুরোনো পরিস্থিতি। লকডাউনের কারণে সোনিয়ার বাবা কর্মহীন হয়ে পড়েন। সংসার আর তেমন চলছিল না। কোনওরকমে আধপেটা খেয়ে চলছে বাঁচার লড়াই। এরইমধ্যে আজ সকালে অষ্টম শ্রেণীর স্কুল পড়ুয়া সোনিয়া মায়ের কাছে কিছু খাবারের জন্য বায়না করে। অসহায়তার কথা জানানোর পরও সোনিয়া জেদ করায় মা বকাঝকা করেন তাকে। তার জেরেই এই পরিনতি৷
সবার অলক্ষ্যে এরপর সে বাথরুমে গিয়ে নিজের ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পরিবারের বাকি সদস্যরা বিষয়টি বুঝতে পেরে দ্রুত গিয়ে দেখতে পান ঝুলছে সোনিয়া। তড়িঘড়ি তাকে নামিয়ে নিয়ে যাওয়া হয় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।