লাদাখে চীন সীমান্তে কুড়ি জন ভারতীয় সেনা জওয়ান ও অফিসারের শহীদ হওয়ার ঘটনা জাতীয় ভাবাবেগে বড় ধাক্কা দিয়েছে বলে মন্তব্য করলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। একই সঙ্গে সতর্কবার্তাও শুনিয়েছেন অশীতিপর প্রাক্তন রাষ্ট্রপতি। তিনি বলেন, ‘একটা কথা আমি স্পষ্ট করে বলতে চাই। লাদাখে ভারত-চীন প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় যে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে তা শুধু আমাদের জাতীয় কৌশলগত স্বার্থের জন্য উদ্বেগজনক নয়, গোটা বিশ্বের ভূ-রাজনৈতিক পরিস্থিতির উপর এর সুদূরপ্রসারী প্রভাব পড়তে পারে।’
কেন্দ্রে প্রথম ইউপিএ জমানায় প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন প্রণব মুখোপাধ্যায়। প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত-চিন কৌশলগত সম্পর্কের যাত্রা শুরু হয়েছিল তাঁরই হাত ধরে। পরবর্তীকালে রাষ্ট্রপতি হিসাবে পদাধিকার বলে দেশের সুপ্রিম কমান্ডারও ছিলেন তিনি। তবে চীনের সঙ্গে এই উত্তেজনার পরিস্থিতি আলোচনার মাধ্যমে সমাধানেরই প্রস্তাব দিয়েছেন প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী। প্রণব বলেছেন, ‘বর্তমান উত্তেজনা সুকৌশলে প্রশমিত করতে হবে। সেই সঙ্গে সবরকম উপায় সন্ধান করে দেখতে হবে যে এর পুনরাবৃত্তি যেন না হয়।’
প্রণববাবু এদিন তাঁর বিবৃতিতে আরও বলেছেন, জাতীয় ভাবাবেগে যে ধাক্কা লেগেছে তাকে সন্তুষ্ট করতে রাজনৈতিক শিবিরের দায়িত্ব কম নয়। সর্বসম্মত অবস্থান নিয়ে তা রাজনৈতিক শ্রেণিকেই করতে হবে। আর তা গড়ে তুলতে মুখ্য ভূমিকা নিতে হবে সরকারকেই। তাঁর কথায় সেই সার্বিক আলোচনায় দেশের সেনাবাহিনীকেও শরিক করতে হবে। আমাদের জাতীয় স্বার্থ যে সর্বোচ্চ – তা সুনিশ্চিত করতে হবে বর্তমান সরকারকে।