দীর্ঘ টালবাহানার পর দোষীদের ফাঁসি চরম স্বস্তি দিয়েছে শুধু, কিন্তু দিল্লীতে নির্ভয়া কাণ্ডের আতঙ্ক এখনও হয়ত ভুলতে পারেননি সাধারণ মানুষ। এবার ফের একবার সেই আতঙ্ক বাড়ল আরও একটি ঘটনায়। ফের চলন্ত বাসে ধর্ষণের শিকার এক মহিলা। ধর্ষণের অভিযোগ সেই বাস চালকের বিরুদ্ধেই। ঘটনায় আবারও আলোড়ন রাজধানী তথা দেশজুড়ে।
উত্তরপ্রদেশের প্রতাপগড় থেকে নয়ডার পথে চলন্ত বাসে এক তরুণীকে ধর্ষণ করা হয়েছে। দুই সন্তানকে নিয়ে বাসে ওঠেন তরুণী। রাত আটটা নাগাদ বাসের এক কর্মচারী তাঁর কাছ থেকে আরও বেশি টাকা দাবি করলে তিনি দিতে পারেননি। তাই তাকে বাসের একদম পেছনের আসনে চলে যেতে বলে ওই কর্মচারী। যদিও নয়ডায় পৌঁছে টাকা দেবেন বলে তরুণী জানালেও রাজি হয়নি সে। এরপর কার্যত বাধ্য হয়েই দুই সন্তানকে নিয়ে বাসের একদম পেছনে চলে যান ওই তরুণী। রাতে তিনি ঘুমিয়ে পড়েছিলেন। মাঝরাতে হঠাৎ তিনি চোখ খুলে দেখেন পাশেই শুয়ে বাসর চালক। তার গলায় এবং মুখে ওড়না দিয়ে পেঁচানো।
তিনি বুঝতে পারেন ধর্ষিতা হয়েছেন তিনি। কোনও মতে বাস থেকে নামেন। মূল অভিযুক্ত পালিয়ে দেলেও বাসের অন্য কর্মচারীদের আটক করেছে পুলিশ। আসল অভিযুক্তকে খুঁজতে তল্লাশি শুরু করেছে পুলিশ।