লকডাউনে সবচেয়ে বেশি বিপাকে পড়েছিলেন পরিযায়ী শ্রমিকরা। তাঁদের অন্ন-বস্ত্র-বাসস্থানের ব্যবস্থা নিয়ে বিভিন্ন মহলে তুমুল সমালোচিত হয়েছে কেন্দ্র। এবার ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের কর্মসংস্থান করতে উদ্যোগী কেন্দ্র। সেই উদ্দেশ্যে ৫০ হাজার কোটি টাকা বিনিয়োগ করছে মোদী সরকার। মূলত ছ’টি জেলায় ফেরা পরিযায়ী শ্রমিকদের নিয়ে কাজ শুরু হবে নয়া প্রকল্পের। সেই ছটি রাজ্যের তালিকায় থেকে ব্রাত্য বাংলা। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।
এদিন সাংবাদিক বৈঠকে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানান, ২০ জুন এক ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী গরিব কল্যাণ রোজগার যোজনা অভিযানের আনুষ্ঠানিক সূচনা করবেন। বিহারের খাগাড়িয়া জেলা থেকে তা শুরু হবে। তার আগে প্রকল্পের রূপরেখা ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
লকডাউনের পর পরিযায়ী শ্রমিকরা তাঁদের জেলায় তথা গ্রামে ফিরে গিয়েছেন। ফলে লাফিয়ে বেড়েছে বেকারত্ব। কেন্দ্রীয় তথ্য অনুযায়ী, পরিযায়ী শ্রমিকরা মূলত দেশের ১১৬টি জেলা থেকে বিভিন্ন শহরে গিয়েছেন। এই ১১৬টি জেলা মূলত ৬টি রাজ্য- উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, রাজস্থান ও উড়িষ্যা রয়েছে। বাড়ি ফেরা শ্রমিকদের জন্য কেন্দ্র ২৫টি পরিকল্পনা নিয়েছে। এই প্রকল্পগুলির আওতায় পরিযায়ী শ্রমিকদের কাজ দেওয়া হবে। এই কারণে এই ২৫টি প্রকল্প খাত থেকে মোট ৫০ হাজার কোটি টাকার একটি তহবিল তৈরি করা হচ্ছে। তবে তালিকায় বাংলা-সহ একাধিক রাজ্যের নাম না থাকায় রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলে মনে করছেন রাজনৈতিক মহল।