একেবারে উলট পুরাণ। সমালোচনা ছেড়ে এবার রাজ্যের পাশে দাঁড়ালেন রাজ্যপাল জগদীপ ধনকর। বিপর্যয় মোকাবিলায় মমতার কাজের ভূয়সী প্রশংসা করলেন। একসঙ্গে এই বিপর্যয় মোকাবিলা করার বার্তা যেমন দিলেন, তেমনই রাজ্যবাসীকেও সরকারকে সহায়তা করতে বললেন রাজ্যপাল।
এদিন সস্ত্রীক দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দেন রাজ্যপাল। মন্দির থেকে বেরিয়ে তাঁর মুখে রাজ্যের পাশে থাকার বার্তা শুনে অবাক হয়ে যান অনেকেই। প্রায় একশো আশি ডিগ্রি ঘুরে গিয়ে জগদীপ ধনকর বলেন, ‘কোভিড আর উম্পুনের মাঝে ভিন রাজ্য থেকে শ্রমিকরা ফিরেছেন। রাজ্য সরকার তাঁদের জন্য ব্যবস্থা নিচ্ছে। ভগবানের কাছে আমি এটাই প্রার্থনা করি যে সরকার আরও বল পাক। সরকারের সঙ্গে মিলে যেন এই কোভিড আর আমফানের বিরুদ্ধে কাজ করতে পারি।’
রাজ্যপালের কথায়, ‘রাজ্যবাসীকে সরকারের পাশে থাকতে হবে। এই সংকটময় পরিস্থিতিতে আমাদের সবাইকে একসঙ্গে চলতে হবে। আমি সবার কাছে অনুরোধ করছি, দুঃসময়ে পশ্চিমবঙ্গকে পূর্ণ সহযোগিতা করুন। আজ গোটা ভারতবর্ষ যদি বাংলাকে সাহায্য করে তাহলে ভবিষ্যতে বাংলা ভারতবর্ষকে সাহায্য করবে। বাংলা চিরকাল শীর্ষে ছিল আর শীর্ষেই থাকবে।’
দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিয়ে বেলুড় মঠেও যান রাজ্যপাল। সেনা মৃত্যু প্রসঙ্গে তিনি বলেন, ‘যে সেনারা শহীদ হয়েছেন তাঁদের আমি প্রণাম জানাই। এ রাজ্যের যাঁরা শহীদ হয়েছেন তাঁদের পরিবারের সঙ্গে দেখা করব। শহীদ পরিবারের পাশে না দাঁড়ানোটা অত্যন্ত অসম্মানের।’