সানিয়া মির্জার সঙ্গে টেনিস খেলার ভীষণ ইচ্ছা ছিল। কিন্তু তার আগেই জীবনযুদ্ধে হেরে চলে গেলেন সুশান্ত সিং রাজপুত। ইচ্ছাপূরণ হয়নি সুশান্তের। এভাবে সুশান্তের চলে যাওয়াটা তাই একটু বেশিই কষ্ট দিচ্ছে সানিয়াকে।
সানিয়া এখনও মেনে নিতে পারছেন না সুশান্তের এই ভাবে আত্মহননকে। এই খবর শোনার পর থেকেই ভীষণ বিষন্ন তিনি। একই সঙ্গে সানিয়া মনে করে দিয়েছেন মানসিক স্বাস্থ্যের দিকে নজর দেওয়াটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ। নাহলে অবসাদের শিকার হয়ে আরও প্রাণ ঝড়বে অকালেই।
ধোনির বায়োপিকে অভিনয় করেছিলেন সুশান্ত। মাহির আদবকায়দা খুব ভাল রপ্ত করেছিলেন। আইপিএলে ধোনির ম্যাচ দেখতে গ্যালারিতে হাজির থাকতেন। টেনিস খেলার ইচ্ছাও ছিল। ভেবে রেখেছিলেন একদিন সানিয়া মির্জার সঙ্গে টেনিস খেলবেন। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হল না।
টুইটারে সানিয়া বলেছেন, ‘সুশান্ত তুমি তো বলেছিলে একদিন আমার সঙ্গে টেনিস খেলবে। তুমি এত হাসিখুশি, প্রাণবন্ত ছিলে, যেখানে যেতে সেখানেই সবাইকে খুশি রাখতে পারতে। কখনও বুঝতেই দিতে না, এত কষ্ট তোমার। গোটা বিশ্ব তোমাকে মিস করবে। এটা লেখার সময়ও কেঁপে উঠছি আমি। হে বন্ধু ভাল থেকো।’