শুধুই বলিউড নয়, সুশান্ত সিংহ রাজপুতের এভাবে অকালে চলে যাওয়া মানতে পারছেন না ভারতীয় ক্রিকেট জগতের অনেক তারকাই। শচীন তেন্ডুলকর থেকে শুরু করে রোহিত শর্মা, প্রায় প্রত্যেকেই অবাক। তাঁদের কথায় মনে হচ্ছে, ভারতীয় ক্রিকেট দলের এক সদস্যকেই সবাই হারালেন। হ্যাঁ, এখানেই সুশান্ত ম্যাজিক। একটা ছবিই তাঁকে গোটা ক্রিকেট দুনিয়ার সামনে মাথা উঁচু করে হাঁটার পথ দেখিয়েছিল, এটা তারই প্রমাণ।
২০১৬-তে ধোনির বায়োপিক দারুণ হিট হওয়ার পর থেকে আলোচনার শীর্ষে সুশান্ত। এমএসডি- দ্য আনটোল্ড স্টোরি সব দিক থেকে হিট। ছবি রিলিজ হওয়ার পর অনেকবার ধোনির সঙ্গে তাঁর দেখা হয়েছে। সিনেমা নিয়েও আলোচনা হয়েছে। ‘ধোনি ২’ কবে হচ্ছে? ভীষণ সন্তর্পণে এই প্রশ্নের পাশ কাটিয়ে গিয়েছেন তিনি। শোনা গেল, সেই ছবির পরিচালক নীরজ পান্ডের কাছ থেকেই এদিন সুশান্তের মৃত্যুর খবর পান ধোনি। আর তারপরই চুপচাপ। কথা বলতে চাননি। এতটাই বিমর্ষ যে সোশ্যাল মিডিয়ায় কোনও প্রতিক্রিয়াও দেননি ‘ক্যাপ্টেন কুল’।
ধোনির ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গেছে, খুব শীঘ্রই তাঁদের ‘ধোনি-২’ নিয়ে কাজ শুরু করার ভাবনা ছিল। এমনকি লকডাউনের আগে মুম্বইয়ে এক জিমে সুশান্তের সঙ্গে এই নিয়ে একপ্রস্থ বৈঠকও হয়। লকডাউন না হলে হয়তো সেই ছবির কাজ এতদিনে আরও এগোত। কিন্তু এখন এ নিয়ে কোনও কথা উঠতে পারে না। ঘটনার পর ধোনিও বুঝতে পারছেন না, সুশান্তের মতো পজিটিভ মানসিকতার মানুষ কেন এই পথ বেছে নিলেন? আর তাই ধোনির মত, ‘সুশান্ত নেই, তাই আর ধোনি-২ তৈরি হবে না।’