দেশজুড়ে ‘আনলক-১’ চালু হওয়ার পর থেকেই ধীরে ধীরে শিথিল করা হয়েছে লকডাউন। সরকারি ও বেসরকারি বাসও চলতে শুরু করেছে। কিন্তু এখনও ট্রেন চালু হয়নি। ফলে অফিস খোলা থাকলেও মফঃস্বল থেকে আসতে পারছেন না অনেকে। এই পরিস্থিতিতে জানা গেল, পূর্ব রেল চিঠি দিয়ে জানিয়েছে, হাওড়া ডিভিশনে শহরতলির ট্রেন চালু হচ্ছে শীঘ্রই। সেজন্য রেলকর্মীদের প্রস্তুত থাকতেও বলা হয়েছে।
১৩ জুনের ওই চিঠিতে বলা হয়েছে, হাওড়া ডিভিশনে সাবার্বান ট্রেন চলাচল শুরু হবে শীঘ্র। ট্রেনে যাত্রী সংখ্যা নিয়ন্ত্রণে রাখাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। রেলের উচ্চপদস্থ অফিসারদের বলা হয়েছে, সাবার্বান রেলের যে স্টেশনগুলি তাঁদের অধীনে রয়েছে, সেগুলি ভাল করে ঘুরে দেখুন। কীভাবে ট্রেনে যাত্রীসংখ্যা নিয়ন্ত্রণে রাখা যায়, তার বিস্তারিত পরিকল্পনা তৈরি করুন।
একইসঙ্গে সেই চিঠিতে বলা হয়েছে, প্রতিটি স্টেশন ও সার্কুলেটিং এরিয়ার ড্রয়িং করতে হবে। কখন স্টেশনে সবচেয়ে বেশি যাত্রী ওঠানামা করেন, স্টেশনে দিনে কতগুলি সাবার্বান ট্রেন থামে, কতক্ষণ অন্তর থামে, তার হিসাবও রাখতে হবে। কীভাবে ট্রেনে যাত্রীদের সংখ্যা নিয়ন্ত্রণ করা যাবে, তার পরিকল্পনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়ে দিতে হবে। কোনও স্টেশনকে ট্রেনের স্টপেজ পয়েন্ট কেন করা উচিত, তাও যুক্তি দিয়ে ব্যাখ্যা করতে হবে। কোনও স্টেশনে দিনে কতগুলি ট্রেন যাতায়াত করলে সব যাত্রীকে থার্মাল স্ক্রিনিং করা যাবে এবং সামাজিক দূরত্ব বজায় রাখা যাবে, তাও জানাতে হবে।