দিল্লীর মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের পর এবার স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন অসুস্থ। সোমবার রাত থেকেই জ্বর, শ্বাসকষ্ট শুরু হয়। সকালে দিল্লীর রাজীব গান্ধী সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। আজই হবে করোনা পরীক্ষা।
টুইটারে আপ মন্ত্রী লিখলেন, “জ্বর এবং গত রাতে শরীরে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় এদিন রাজীব গান্ধী সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হয়েছি। খবরাখবর দিতে থাকব”। এর আগে সর্দি জ্বরে ভুগেছিলেন দিল্লীর মুখ্যমন্ত্রী কেজরিওয়াল। শরীর খারাপের পর থেকেই তিনি নিজেকে কোয়ারেন্টাইনে রাখেন। করোনা পরীক্ষা হয়। যদিও দেহে সংক্রমণ মেলেনি।
দেশে করোনা আক্রান্তের সংখ্যা এখন ৩ লক্ষ ৪৩ হাজার ৯১। মারা গেছেন ৯,৯০০ জন। আক্রান্তের নিরিখে দেশে তৃতীয় স্থানে রয়েছে দিল্লী। সেখানে সংক্রামিত ৪২ হাজার জন।