গোটা দেশের ভয়ঙ্কর করোনা পরিস্থিতির মধ্যেই এল সুখবর। জানা গেল, এ বছর অন্যতম কনিষ্ঠ অ্যাথলিট হিসেবে রাজীব খেলরত্ন পুরস্কারের জন্য মনোনীত হলেন হিমা দাস। বাঙালি কন্যা হিমা ছাড়াও এ বছর পুরস্কারের জন্য মনোনীত রোহিত শর্মা, কুস্তিগির ভিনেশ ফোগট, টেবিলটেনিস তারকা মনিকা বাত্রা, হকি তারকা রানি রামপাল, অ্যাথলিট নীরজ চোপরারা।
হিমার বয়স মাত্র কুড়ি। কিন্তু এ বয়সেই বাঙালি কন্যা ঝুলিতে পুরে ফেলেছেন একের পর এক আন্তর্জাতিক পুরস্কার। বিদেশের মাটিতে দেশের নাম উজ্জ্বল করেছেন এই স্প্রিন্টার তরুণী। তারই পুরস্কার এই মনোনয়ন। আসামের ক্রীড়ামন্ত্রক সূত্রে জানানো হয়েছে, ৫ জুন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের কাছে হিমার দাসের নাম সুপারিশ করে পাঠানো হয়েছিল।
প্রসঙ্গত, ২ বছর পূর্বে ২০১৮ সালে হিমা অনূর্ধ্ব-২০ বিশ্বচ্যাম্পিয়নশিপে ব্যক্তিগত ইভেন্টে সোনা জেতেন। জাকার্তা এশিয়ান গেমসেও হিমার পারফরম্যান্স দেখে চমকে গিয়েছিলেন সকলে। ২০১৯ সালে মাত্র ১৯ দিনের ব্যবধানে ৫ টি ইভেন্টে সোনা জিতেছিলেন হিমা। এখন অপেক্ষা টোকিও অলিম্পিক্সে হিমার চোখ ধাঁধানো পারফরমেন্স দেখার। তবে করোনা আবহে অলিম্পিক্স এখন বিশ বাঁও জলে। তারমধ্যেই এই বাঙালি পরিবারে এল সুখবর।