শনিবারের সন্ধ্যায় এক স্পোর্টস চ্যানেলের ফেসবুক লাইভে আড্ডা জমল যুবরাজ-রাশফোর্ডের। রাশফোর্ডে বরাবরই মুগ্ধ যুবি। ইংরেজ স্ট্রাইকার সম্বন্ধে একবার বলেছিলেন, ‘লেজেন্ড ইন দ্য মেকিং।’ আর শনিবার ফেসবুক লাইভে যুবি জানালেন রাশফোর্ড তাঁকে ম্যাঞ্চেস্টারের ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দিনগুলো মনে করায়।
ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের প্রতি ভারতীয় ক্রিকেটারের ভালোবাসার কথাও অজানা নয়। ম্যান ইউ’য়ের অন্ধ ভক্ত যুবি শনিবার লাইভ সেশনে আড্ডা দিলেন ক্লাবের প্রতিশ্রুতিমান তরুণ স্ট্রাইকার মার্কাস রাশফোর্ডের সঙ্গে। ভারতের প্রাক্তন ক্রিকেট তারকার সঙ্গে ইংল্যান্ডের উঠতি ফুটবল তারকার কথোপকথন এদেশের ফুটবলপ্রেমীদেরও ভালো লেগেছে।
যুবির কথায়, “বল পায়ে রাশফোর্ড যখন গোলের দিকে আগুয়ান হয়, নাটমেগে বিপক্ষ ডিফেন্ডারদের পরাস্ত করে তখন আমার মনে হয় ওর মধ্যে রোনাল্ডোকে ছোঁয়ার সমস্ত ক্যালিবার রয়েছে”।
তিনি এও বলেন, ‘রাশফোর্ড, মার্শিয়াল, গ্রিনউড আমায় তখনকার সময় রোনাল্ডো, গিগস এবং নিস্তেলরুই’য়ের কথা মনে করায়। আমি আমাদের ফরোয়ার্ড লাইন নিয়ে ভীষণ আশাবাদী।’