করোনার জেরে দীর্ঘ লকডাউনের পর আজ থেকে মুম্বইয়ে শুরু হচ্ছে কিছু লোকাল ট্রেন চলাচল। তবে শুধুমাত্র জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের জন্যই চালু হচ্ছে এই ট্রেন পরিষেবা। বাকি কোনও প্যাসেঞ্জার চাপতে পারবেন না ট্রেনে। গতকাল রাতে পশ্চিম রেলওয়ের তরফে টুইট করে একথা জানানো হয়েছে।
টুইটে বলা হয়েছে, “পশ্চিম রেলওয়ে সিদ্ধান্ত নিয়েছে কিছু সাব আর্বান ট্রেন চালু করা হবে। তবে শুধুমাত্র জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীরাই এই ট্রেনে চাপতে পারবেন। নির্দিষ্ট নিয়ম ও স্বাস্থ্যবিধি মেনে এই ট্রেন চালানো হবে। রাজ্য সরকারের তরফে যে কর্মীদের তালিকা দেওয়া হয়েছে, তাঁদের বাইরে আর কেউ চাপতে পারবেন না ট্রেনে। ১৫ মিনিট অন্তর মিলবে ট্রেন পরিষেবা।”
জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত প্রায় ১ লাখ ২৫ হাজার কর্মী এই সুবিধা পাবেন। যদি কারও সিজন পাস শেষও হয়ে যায় তার পরেও তাঁরা এই ট্রেনে যাতায়াত করতে পারবেন বলে জানানো হয়েছে।
তবে নির্দিষ্ট কিছু নিয়ম মানতে হবে ট্রেনে। স্টেশনে গিয়ে প্রত্যেক কর্মীকে তাঁদের কার্ড দেখাতে হবে। ট্রেনের মধ্যে যাতে সামাজিক দূরত্ব বজায় থাকে তার জন্য ১২০০ যাত্রী নিয়ে যাতায়াত করা ট্রেন ৭০০ যাত্রী নিয়ে যাতায়াত করবে। স্টেশন বা ট্রেনে যেন কেউ ভিড় না করেন সেই নির্দেশ দেওয়া হয়েছে।