সৌরভ গাঙ্গুলিকে আইসিসির প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান বলে জানিয়েছিলেন, দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক গ্রেম স্মিথ। তার পর থেকেই তাঁকে সমর্থন করেন অনেকে। ক্রিকেট সার্কিট থেকে শুরু করে সাধারণ ভক্ত, অনেকেই এর মধ্যে দাবি তুলেছেন সৌরভকে আইসিসির প্রেসিডেন্ট পদে দেখতে চান বলে। অর্থাৎ বিশ্বক্রিকেটের মাথায় মহারাজ! এতদিন এই নিয়ে সৌরভ কোনও প্রতিক্রিয়া দেননি।
তবে এবার তিনি বুঝিয়ে দিয়েছেন, প্রশাসনিক পদে কিংবা উচ্চপদে থাকলেও তিনি নিজেকে সবসময় ক্রিকেটারদের লোক বলেই মনে করেন। যে কাজটা করলে ক্রিকেটারদের উপকার হবে তিনি সবসময় সেটাই করবেন। অর্থাৎ ব-কলমে তিনি ক্রিকেটারদের বুঝিয়ে দিয়েছেন, আমি তোমাদেরই লোক।
বিসিসিআই প্রেসিডেন্ট বলেছেন, ”আমি দায়িত্বভার সহজ ভাবে রাখি। যখন যেটাই করি না কেন সেখানেই আমি নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি। অনেক সময় জেনে হোক বা না জেনে আমি নানা পদে দায়িত্ব গ্রহণ করেছি। তবে আমার কাজ করার পদ্ধতি খুবই সহজ এবং সরল। প্রশাসক হলেও আমি আগে একজন ক্রিকেটার। তাই ক্রিকেট ও ক্রিকেটারদের যাতে ভালো হয় সেটা দেখাই আমার মূল লক্ষ্য।”
বিসিসিআইয়ের প্রেসিডেন্ট হিসাবে আট মাস ধরে দায়িত্বের সঙ্গে কাজ করে চলেছেন সৌরভ। দায়িত্ব নেওয়ার পর একের পর এক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন। সবথেকে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এখন আইপিএল আয়োজন। আর তাই তাঁর প্রতি বিশ্বাস রেখে আরও বড় দায়িত্বভার তাঁর ওপর দেখতে চাইছেন সাধারণ ক্রিকেটভক্তরা।