দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। শেষ পর্যন্ত শারীরিক অসুস্থতার কাছে হার মানলেন রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী তথা উত্তর কৃষ্ণনগর কেন্দ্রের বিধায়ক অবনীমোহন জোয়ারদার। বৃহস্পতিবার গভীর রাতে কলকাতার বাড়িতে প্রয়াত হন তিনি। তাঁর প্রয়াণে বঙ্গ রাজনীতিতে শোকের ছায়া।
প্রথম জীবনে পুলিশ ছিলেন তিনি। যথেষ্ট সুনামের সঙ্গে কাজও করেছেন। তার পর রাজনীতির ময়দানে আসেন। পুলিশ হিসাবে সুনামের সঙ্গে কাজ করার পরে রাজনীতিতে আসেন তিনি। যোগদান করেন তৃণমূলে। ২০১১ সালে তাকে বিধান নগর উত্তর কেন্দ্রের প্রার্থী করে তৃণমূল। প্রথমবার ভোটে দাঁড়িয়েই জয়ী হন অবনীমোহন। পরবর্তী সময়ে ২০১৬ সালে কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে জয়ী হন তিনি। এবার কারা দফতরের দায়িত্ব দেওয়া হয় তাঁকে। যদিও শারীরিক অসুস্থতার জন্য খুব বেশিদিন সেই দায়িত্ব সামলাতে পারেননি তিনি।
পরবর্তী সময়ে কলকাতাতেই থাকতেন অবনী মোহন জোয়ারদার। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। শেষমেষ জীবন যুদ্ধে হার মানলেন মমতার একদা একনিষ্ঠ সৈন্য। তানজিলার বাড়িতে এই খবর পৌঁছতে এলাকায় শোকের ছায়া। একই রকমভাবে বঙ্গ রাজনৈতিক মহলে অবসাদ।