কিছুদিন আগেই নেপালে আটকে থাকা ঘাটাল সহ আরামবাগ ও বর্ধমানের বেশ কিছু শ্রমিকদের খোঁজ পান দেব। তারপরেই নিজ উদ্যোগে দার্জিলিং-এর জেলাশাসকের সঙ্গে কথা বলে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় ওই ৩৬ জন শ্রমিককে বাড়ি ফেরান এই অভিনেতা। গত শনিবার রাতে নেপাল থেকে আরও ২৫০ জন শ্রমিককে নিজেদের রাজ্যে ফেরান দেব। আর এবার কোয়ারেন্টাইন সেন্টারের খাবার জোগাতে ক্লাবকে অর্থ সাহায্য করলেন এই অভিনেতা সাংসদ।
করোনা সংকটের সময় ঘাটালবাসীর পাশে সবরকমভাবে দাঁড়ানোর চেষ্টা করছেন সাংসদ দেব। দেবের রাজনৈতিক দর্শনের প্রশংসা না করে থাকতে পারেননি বিরোধী দলের নেতা-সমর্থকরাও। করোনা সংকটের শুরুতেই দেব বলে এসেছেন ‘এখন মানুষের পাশে দাঁড়ানোর সময়’। এই ভাবনা নিয়েই এবার ঘাটালের এক স্থানীয় ক্লাবের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন ঘাটালের তৃণমূল সাংসদ।
দাসপুরের এক ক্লাবের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন তারকা। এলাকার কোয়ারেন্টাইন সেন্টারে থাকা মানুষদের দুবেলা খাবার পরিবেশন করছিল রাজনগর ইয়ং স্পোর্টিং ক্লাব। এই খবর দেবের কানে পৌঁছানো মাত্র তিনি সাহায্যের আশ্বাস দেন। এবং সেই মতো বৃহস্পতিবার সন্ধ্যাতেই ক্লাব প্রাঙ্গনে পৌঁছে যায় এক কুইন্ট্যাল চাল, ৫০ কেজি আলু, ১০ কেজি ডাল-সহ অনান্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী। ভবিষ্যতেও সবরকমভাবে ক্লাবের এই উদ্যোগের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন সাংসদ দেব।