সাড়ে ছ’বছর হয়ে গিয়েছে মাইকেল শ্যুমাখারের মারাত্মক দুর্ঘটনার। এখনও বাড়িতে বিছানায় শুয়ে থাকতে হয় তাঁকে। চিকিৎসা চলছে। এ বার সেই চিকিৎসাতেই নতুন মোড় আসতে চলেছে। স্টেম সেল পদ্ধতিতে চিকিৎসা হবে মাইকেলের।
ফ্রান্সের লে প্যারিসিয়েন কাগজের জঁ মিচেল কুগিস বলেছেন, ‘আমাদের সূত্র অনুযায়ী, শ্যুমাখারকে ইতিমধ্যেই স্টেম সেল ইনফিউশন দেওয়া হয়েছে। যে স্টেম সেল সারা শরীরে ছড়িয়ে পড়বে। যার অর্থ তাঁর মস্তিষ্কেও পৌঁছবে স্টেম সেল।’ জুড়ে দিয়েছেন, ‘যেটা আশ্চর্যের সেটা হল, প্রফেসর মেনাশ শুধু হৃৎপিন্ডেই কাজ করেন। আমাদের ধারণা, নতুন এক রকম স্টেম সেল থেরাপির পরীক্ষা মূলক প্রয়োগ করা হচ্ছে। যা শিরার মাধ্যমে সারা শরীরে পৌঁছবে। ল্যাবরেটরিতে এই পদ্ধতির পরীক্ষা হয়েছে, তবে শুধু ল্যাবরেটরির প্রাণীদের উপর।’
ইতালি ও ইংল্যান্ডের দুই মিডিয়ার দাবি, খুব অল্প দিনের মধ্যেই স্টেম সেল অস্ত্রোপচার হতে চলেছে ফর্মুলা ওয়ান কিংবদন্তির। এই অস্ত্রোপচার করবেন বিখ্যাত স্টেম সেল বিশেষজ্ঞ ফিলিপ মেনাশ। ফরাসি এই কার্ডিওলজিস্ট নাকি গত সেপ্টেম্বরেও অস্ত্রোপচার করেছেন শ্যুমাখারের। ওই দুই মিডিয়ার দাবি, এত বছর ধরে বিছানায় শুয়ে থাকায় তাঁর পেশি ও হাড় দুর্বল হয়ে পড়েছে। সেই দুর্বল হাড় ও পেশির শক্তি বাড়াতেই হতে চলেছে অস্ত্রোপচার।
শ্যুমাখারের পরিবারের তরফে এই স্টেম সেল অস্ত্রোপচারের ব্যাপারে সত্যতা স্বীকার করা হয়নি। তাঁর অন্যতম প্রিয় বন্ধু ও প্রাক্তন ফর্মুলা ওয়ান রেসার ফিলিপে মাসা ওঁকে বাড়িতে দেখতেও গিয়েছিলেন। মাসার কথায়, ‘প্রতিদিন আমি প্রার্থনা করি, যাতে মাইকেল সুস্থ হয়ে ওঠে। আবার ওকে ট্র্যাকে দেখতে পাই।’