দু’দিন আগেই সংবাদমাধ্যমের সামনে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। আর আজ, বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় লাইভ ভাষণে সেই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনাও করে দিলেন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। মূলত তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগেই আজ থেকে চালু হল ‘বাংলার যুবশক্তি’।
কিন্তু এই নতুন কর্মসূচির সঙ্গে যুক্ত হওয়া লক্ষাধিক ‘যুবযোদ্ধা’র কাজ যে প্রায় পুরোপুরি অরাজনৈতিকই হতে চলেছে, সে বার্তা এ দিন ফের দিলেন তৃণমূলের সেকেন্ড-ইন-কম্যান্ড। করোনা এবং উম্পুনের ধাক্কা থেকে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে শামিল হতে যোগ দিন বাংলার যুবশক্তিতে- এদিন এমনই আহ্বান জানিয়েছেন তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আজ অর্থাৎ বৃহস্পতিবার থেকে যে আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করতে চলেছে ‘বাংলার যুবশক্তি’, সে খবর আগেই জানা গিয়েছিল। তার পরে এ দিন সকালে তৃণমূলের তরফে জানানো হয় যে, বিকেল ৪টেয় অভিষেক বন্দ্যোপাধ্যায় ফেসবুক লাইভে গুরুত্বপূর্ণ ঘোষণা করবেন। কথা মতো ঠিক বিকেল ৪টে-তেই শুরু হয় অভিষেকের লাইভ।
সেই লাইভ থেকেই তিনি রাজ্যের যুব সম্প্রদায়ের উদ্দেশে আহ্বান জানান ‘বাংলার যুবশক্তি’তে শামিল হওয়ার। দলমত নির্বিশেষে এবং জাতি-ধর্মের ভেদাভেদ ভুলে এক হতে হবে- এ রকই আহ্বান ছিল অভিষেকের। প্রথমে জানা গিয়েছিল ১ লক্ষ ২৫ হাজার যুবাকে একত্রিত করা হবে এই কর্মসূচির ছাতার তলায়। তবে অভিষেক এ দিন ১ লক্ষ যুবযোদ্ধার কথা বলেছেন।
করোনা সঙ্কটে মানুষের পাশে দাঁড়ানো, ঘূর্ণিঝড় উম্পুনের ক্ষয়ক্ষতি থেকে ঘুরে দাঁড়াতে রাজ্যের মানুষকে সাহায্য করা এবং অন্য বিভিন্ন সমস্যার সমাধানে রাজ্যের নাগরিকদের সাহায্য করা— মূলত এই লক্ষ্য নিয়েই ‘বাংলার যুবশক্তি’ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে অভিষেক জানান। এ দিনের ফেসবুক লাইভে কোনও রাজনৈতিক মন্তব্য বা কোনও রাজনৈতিক দলকে আক্রমণের রাস্তায় হাঁটেননি ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। পশ্চিমবঙ্গের জন্য গঠনমূলক কাজ করতে যাঁরা উৎসাহী, সেই সব যুবক-যুবতীদেরই এই কর্মসূচিতে শামিল হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।