গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ৪৪০ জন। এই নিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা হল ৯৭৬৮ জন। মৃত ও সুস্থ হয়ে ওঠা ব্যক্তিদের বাদ দিয়ে বর্তমানে ৫৩৩৮ জন করোনা আক্রান্ত রাজ্যে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে, জানা গেছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে সুস্থ হয়ে ২০৯ জন বাড়ি ফিরেছেন। ফলে রাজ্যে মোট করোনা জয়ীর সংখ্যা বেড়ে হল ৩৯৮৮ জন। রাজ্যে সুস্থতার হার বর্তমানে ৪০.৮২ শতাংশ।
অন্যদিকে, বিগত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ১০ জনের। এই নিয়ে এখনও পর্যন্ত রাজ্যে মোট ৪৪২ জনের কোভিড ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হল। তবে এঁদের মধ্যে ২৯৭ জনের দেহে করোনা ছাড়াও অন্য কো-মর্বিডিটি ছিল বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর মারফৎ প্রকাশিত বুলেটিন।
টেস্টের সংখ্যার বৃদ্ধি ও পরিযায়ী শ্রমিকদের ফেরা- এই দুই মিলে রাজ্যে কোভিড আক্রান্তের সংখ্যার এই বড় বৃদ্ধি ঘটেছে বলে আগেই জানিয়েছিলেন স্বাস্থ্যকর্তারা। ঘটছেও তাই। তাই কলকাতার পাশাপাশি জেলাগুলিতেও কোভিড চিকিৎসার জন্য পরিকাঠামো বাড়ানোর ব্যাপারে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক পরামর্শ দিয়েছে রাজ্য সরকারকে। এদিকে, আজকের বুলেটিন আরও জানিয়েছে, ৯৫২২টি করোনা টেস্ট হয়েছে রাজ্যে গত ২৪ ঘণ্টায়। ফলে মোট টেস্টের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ লক্ষ ৬ হাজার ৯৪১।