করোনার থাবা সামলাতে লকডাউন চলছে একাধিক দেশে। আর তাতেই কাবু গোটা বিশ্ব অর্থনীতি। এই পরিস্থিতিতে কান পাতলেই শোনা যাচ্ছে চাকরি ছাঁটাইয়ের গল্প। এবার যেমন পূর্ণ সময়ের ২২০০০ কর্মীকে ছাঁটাই করার কথা ঘোষণা করল জার্মান বিমান সংস্থা লুফথানসা। ছাঁটাইয়ের কারণ হিসেবে সংস্থার তরফে জানানো হয়েছে, সাম্প্রতিক ভবিষ্যতে বিমান পরিবহণের চাহিদা আশানুরূপ হওয়ার সম্ভাবনা নেই। সেই কারণেই এই সিদ্ধান্ত নিতে হচ্ছে সংস্থাকে।
সঙ্কটজনক পরিস্থিতিতে লুফথানসা ১০০টি উড়ান কম চালাবে বলে জানানো হয়েছে। তার জন্যই সংস্থার পূর্ণ সময়ের ২২০০০ কর্মীকে সরাতে হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এঁদের মধ্যে অর্ধেক কর্মী জার্মানির। লুফথানসা গ্রুপের মোট ১৩৫০০০ কর্মীর মধ্যে ১৬ শতাংশকে ছাঁটাই করা হচ্ছে।
লকডাউনের সময় লুফথানসার ৭৬৩টি বিমানের মধ্যে ৭০০টিই আর আকাশে ওড়েনি। সেই কারণে প্রায় ৮৭০০০ কর্মীকে বাধ্য হয়ে সরকারি মদতপুষ্ট ছোট প্রকল্পগুলিতে কাজে লাগাতে হয়েছিল সংস্থাকে। প্রথম কোয়ার্টারে ২.১ বিলিয়ন ইউরোর লোকসান হওয়ার পর এই বিমানসংস্থার জন্য ৯ বিলিয়ন ইউরোর বেল আউট প্যাকেজ ঘোষণা করেছে জার্মান সরকার। এর দ্বারা গ্রুপের ২০ শতাংশ শেয়ার চলে যাবে জার্মান সরকারের ঘরে।