জাতির ভিত্তিতে চাকরি বা শিক্ষা ক্ষেত্রে সংরক্ষণের দাবি নাগরিকের মৌলিক অধিকার নয়৷ বৃহস্পতিবার একটি মামলার শুনানিতে ফের জানিয়ে দিল সুপ্রিম কোর্ট৷ তামিলনাড়ুর মেডিক্যাল কলেজগুলিতে ওবিসি প্রার্থীদের সংরক্ষণের দাবিতে করা একটি মামলার পরিপ্রেক্ষিতে শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিল, চাকরি বা শিক্ষায় সংরক্ষণ নাগরিকের মৌলিক অধিকারের মধ্যে পড়ে না৷
সুপ্রিম কোর্টের বিচারপতি এল নাগেশ্বর রাওয়ের বেঞ্চ এ দিন জানায়, সংরক্ষণকে কেউ মৌলিক অধিকার হিসেবে দাবি করতে পারেন না৷ সংরক্ষণ না দিলেও তা সংবিধানের অধিকারকে কোনও ভাবেই লঙ্ঘন করে না৷
তামিলনাড়ুর মেডিক্যাল কলেজগুলিতে ওবিসি ছাত্র-ছাত্রীদের সংরক্ষণের দাবিতে একটি মামলা করা হয় সুপ্রিম কোর্টে৷ শীর্ষ আদালতে আবেদনে দাবি করা হয়, মেডিক্যাল কলেজগুলিতে সংরক্ষিত আসন না রেখে নাগরিকের মৌলিক অধিকার লঙ্ঘন করা হচ্ছে৷
সিপিআই, ডিএমকে-র কিছু নেতা তামিলনাড়ুর মেডিক্যাল কলেজগুলিতে ৫০ শতাংশ ওবিসি-দের জন্য সংরক্ষণের দাবিতে মামলা দায়ের করেন৷ সেই মামলার পরিপ্রেক্ষিতে কোটার বিষয়ে সাংবিধানিক অধিকারের বিষয়টি স্পষ্ট করে দেয় সর্বোচ্চ আদালত৷