বুধবার ভোর থেকেই এনকাউন্টার শুরু হয়েছিল কাশ্মীরের শোপিয়ানে। নিরাপত্তা বাহিনীর সঙ্গে এনকাউন্টারে খতম ২ জঙ্গী। গত চার দিনের মধ্যে উপত্যকায় এটি তৃতীয় এনকাউন্টার। রবি ও সোমবার আগের দু’টি এনকাউন্টারে স্ব-ঘোষিত কম্যান্ডার-সহ হিজবুল মুজাহিদিনের ৯ জঙ্গী নিহত হয়েছে। সবমিলিয়ে তিন এনকাউন্টারে খতম ১১ জঙ্গী।
কাশ্মীর পুলিশের উচ্চ পদস্থ এক কর্তা জানান, শোপিয়ানের সুগু অঞ্চলে বুধবার ভোর থেকে এনকাউন্টার শুরু হয়েছিল। দুই জঙ্গিকে চার দিক থেকে ঘিরে ফেলা হয়েছিল। ফলে পালানোর পথ ছিল না।
বুধবার ভোররাতেই সূত্র মারফত্ পুলিশের কাছে খবর যায় শোপিয়ানের একটি আপেল বাগানে লুকিয়ে রয়েছে জঙ্গীরা। এর পরেই কাশ্মীর পুলিশের বিশেষ বাহিনী ও সেনার যৌথ একটি টিম ঘটনাস্থলে পৌঁছে যায়। চার দিক থেকে ঘিরে ফেলা হয় আপেলবাগানটি। প্রসঙ্গত, গত রবিবারই দক্ষিণ কাশ্মীরের শোপিয়ান জেলার রেবানে গুলির লড়াইয়ে নিহত হয়েছিল পাঁচ জঙ্গী। সোমবারও শোপিয়ানে গুলির লড়াইয়ে চার জঙ্গী মারা পড়ে।