করোনা ভাইরাসের কারণে গত মার্চ মাস থেকে স্তব্ধ রয়েছে ক্রীড়া জগত। অন্যান্য সব খেলার পাশাপাশি বন্ধ রয়েছে বাইশ গজও। কিন্তু সোমবারই নিউজিল্যান্ডকে করোনামুক্ত ঘোষণা করার পর করোনা পরবর্তী সময় টেস্ট ক্রিকেটের নিরপেক্ষ ভেন্যু হিসেবে ব্যবহার করার ভাবনায় প্লেয়ার্স অ্যাসোসিয়েশন।
প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের মুখ্য আধিকারিক হিথ মিলস বলছেন, নিউজিল্যান্ডকে টেস্ট ক্রিকেটের নিরপেক্ষ ভেন্যু হিসেবে ব্যবহার করার চিন্তায় রয়েছি আমরা। যেহেতু নিউজিল্যান্ড করোনামুক্ত দেশ হিসেবে ঘোষিত হয়েছে তাই এই সিদ্ধান্ত নিশ্চিতভাবে বিবেচনাযোগ্য। উল্লেখ্য, আপাতত সেদেশে করোনা সংক্রামিত কোনও মানুষ নেই বলেই সোমবার ঘোষণা করেছে নিউজিল্যান্ড সরকার।
এমন অবস্থায় প্লেয়ার্স অ্যাসোসিয়েশন আশাবাদী নিরপেক্ষ ভেন্যু হিসেবে প্রস্তাব দিলে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডও সহযোগীতার হাত বাড়িয়ে দেবে।