উত্তরপ্রদেশের শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রথমস্থানাধিকারী তিনি। পেয়েছেন ১৫০-তে ১৪২ নম্বর। অর্থাৎ ৯৫ শতাংশ নম্বর। কিন্তু রাষ্ট্রপতির নাম জানতে চাইলে সেই তিনিই কিনা আমতা আমতা করছেন। একাধিক বার চেষ্টা করেও নাম মনে করতে পারছেন না। যোগী রাজ্যের শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রথমস্থানাধিকারী ধর্মেন্দ্র প্যাটেলের সাধারণ জ্ঞানের অভাব প্রশ্ন তুলে দিয়েছে গোটা পরীক্ষা পদ্ধতি নিয়েই।
এদিকে, ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়তেই তড়িঘড়ি প্রয়াগরাজের পুলিশ মঙ্গলবার ধর্মেন্দ্র প্যাটল-সহ মোট ৯জনকে গ্রেফতার করেছে। অভিযোগ উত্তর প্রদেশের শিক্ষা দফতরের ৬৯ হাজার পদে শিক্ষক নিয়োগ চলাকালে ঘুষ নিয়ে বহু শিক্ষককে নিয়োগ করা হয়েছে যাদের ছাত্র পড়ানোর ন্যূনতম যোগ্যতা নেই।
সুপ্রিম কোর্ট মঙ্গলবার ওই নিয়োগ প্রক্রিয়ায় ৩৭ হাজার ৩৩৯ পদে নিয়োগ আপাতত স্থগিত রাখতে নির্দেশ দিয়েছে। আগেই এই নিয়োগ রুখতে স্থগিতাদেশ জারি করেছিল হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় সরকার। কংগ্রেসের তরফে এই দুর্নীতিকে ব্যাপক দুর্নীতির সঙ্গে তুলনা করা হচ্ছে। উত্তরপ্রদেশের প্রাথমিক শিক্ষা মন্ত্রী সতীশ ত্রিবেদী গোটা ঘটনার কথা স্বীকার করে বলছেন, আদালত যেমন রায় দেবে তাকে মান্যতা দেওয়া হবে।