রাজ্য সরকারি অফিস খুলে গিয়েছে ৮ জুন থেকে। কিন্তু এখনও পর্যাপ্ত বাস চলছে না। ট্রেনও বন্ধ। এর ফলে বাসে শারীরিক দূরত্ব রক্ষা করা সম্ভব হচ্ছে না। এই পরিস্থিতি থেকে সরকারি কর্মীদের রক্ষা করতে এবার দু’টি শিফটে অফিস করার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
এর ফলে একই সঙ্গে অনেক মানুষের অফিসে যাওয়ার চাপ তৈরি হবে না। বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে মমতা বলেন, ‘এখন থেকে প্রথম শিফট শুরু হবে সকাল সাড়ে ৯টায়। এই শিফট চলবে দুপুর আড়াটে পর্যন্ত। পরের শিফট শুরু হবে দুপুর সাড়ে ১২টায়। চলবে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত।’ এখন আনলক ওয়ানে এমনিতেই সরকারি কর্মীদের একদিন অন্তর একদিন অফিস যেতে হচ্ছে। এবার কাজের সময়ও কমে গেল। অফিসে থাকতে হবে মাত্র ৫ ঘণ্টা।
সরকারি অফিসে এমন শিফট ব্যবস্থা করার পাশাপাশি মুখ্যমন্ত্রী এদিন বেসরকারি সংস্থার কাছেও এমনটা করা যায় কিনা তা বিবেচনা করতে বলেছেন। তিনি বলেন, ‘প্রাইভেট অফিসগুলোকে বলব ওয়ার্ক ফ্রম হোম করুন সম্ভব হলে। যেখানে তা সম্ভব নয় সেখানে কাজের সময়টা ভাগ করে দিন। তাতে ভিড় কমবে।’
পরিযায়ী শ্রমিকদের নিয়ে তথ্য দিতে গিয়ে এদিন মমতা জানান, ইতিমধ্যেই ২৫৫টা ট্রেন এসেছে। ২২টা ট্রেনে আরো ৩০হাজার লোক নিয়ে আসবে। সাড়ে দশ লক্ষ লোক এসে গেছে। অন্যদিকে গতকাল অমিত শাহের ভার্চুয়াল র্যালিতে করা আক্রমণের জবাবে তিনি বলেন, ‘আমি করোনা এক্সপ্রেস বলিনি। পাবলিক বলেছে। শ্রমিকদের জন্য কেন্দ্রের খুব মাথা ব্যাথা! লকডাউন করার আগে শ্রমিকদের ফেরানোর ব্যবস্থা করলে এত খারাপ অবস্থার মধ্যে পড়তে হত না। আমাদের এখানের শ্রমিকরা তো ফিরতে চায়নি। আরো বেশি ট্রেন চালালে কী ক্ষতি হতো। সেটা না করে গাদাগাদি করে লোক পাঠিয়েছে।’