করোনা পরিস্থিতিতে বাধ্য হয়েই ভার্চুয়াল পার্লামেন্টের পথে হেঁটেছে কানাডা এবং ব্রিটেন। গত ১৭ মে অনলাইনে অধিবেশন শুরু হয় কানাডার পার্লামেন্টে। আর ব্রিটেনও ভিডিয়ো কনফারেন্সিংয়ে হাউস চলছে। নাম দেওয়া হয়েছে ‘ভার্চুয়াল হাউস অব কমনস’। এবার কি কানাডা, ব্রিটেনের পথেই হাঁটতে চলেছে ভারত! জুলাইয়ে বাদল অধিবেশন। রাজ্যসভা এবং লোকসভায় সামাজিক দূরত্ব মেনে সাংসদদের বসা কার্যত অসম্ভব। তাই বিকল্প পথ খুঁজতে বুধবার বৈঠকে বসেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা এবং রাজ্যসভার চেয়ারম্যান ভেঙ্কাইয়া নায়ডু। উপস্থিত ছিলেন দুই কক্ষের সেক্রেটারি জেনারেলস। আলোচনা হয়, সংসদের টাউন হল এবং দিল্লীর বিজ্ঞান ভবনে অধিবেশন বসানো যায় কিনা! প্রয়োজনে একদিন অন্তর দুই কক্ষের অধিবেশন বসানোর কথাও ভাবা হয়েছে। সব দিক খতিয়ে দেখার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে দুই অফিসারকে।
সূত্রের খবর, যথার্থ সামাজিক দূরত্ব মেনে টাউন হলে রাজ্যসভার সদস্যদের বসানোয় কোনও অসুবিধা হবে না। এক জনের বেশি আসনের ব্যবস্থা করা যেতে পারে। কিন্তু লোকসভায় সদস্যদের টাউন হল এবং বিজ্ঞান ভবনে বসানো সম্ভব নয় বলে জানিয়েছেন আধিকারিকরা। ন্যূনতম এক মিটার দূরত্ব রেখে বসানো হলেও সম্ভব নয়। তাই টাউন হল কিংবা বিজ্ঞান ভবনে অধিবেশন না করানো গেলে ভার্চুয়াল পার্লামেন্ট করা যায় কিনা, তা নিয়ে আলোচনা করা হচ্ছে। তবে, প্রশ্ন উঠছে প্রযুক্তিগত জটিলতা নিয়ে। লোকসভা এবং রাজ্যসভার অধিবেশন অনলাইনে চালানোর মতো প্রযুক্তি এখনও পর্যন্ত নেই। অন্যদিকে, অধিকাংশ সাংসদ প্রযুক্তি ব্যবহারে সাবলীল নন। সূত্রের খবর, কিছু সাংসদকে পার্লামেন্ট উপস্থিত করানো যেতে পারে। আর যাঁরা প্রযুক্তিগত দিক থেকে সাবলীল, তাঁরা ঘরে বসেই আলোচনায় অংশগ্রহণ করতে পারেন।