প্রতিবছর প্রকাশিত কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে সাধারণত স্থান পায় বিশ্বের সেরা ১০০০টি বিশ্ববিদ্যালয়। যেখানে গত বছর ভারত থেকে স্থান পেয়েছিল ২৫টি বিশ্ববিদ্যালয়। তবে এবার সেখানে ভারতের সাফল্যের হার নিম্নগামী। এবছর সেখানে স্থান পেয়েছে ২১টি। বিশেষজ্ঞদের ধারণা, ক্রমশ বিশ্বের তাবড় তাবড় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সঙ্গে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে পিছিয়ে পড়ছে ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলো।
তবে এবার সাফল্য কমে যাওয়ায় কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে আরো নিচে নামল ভারতের উল্লেখযোগ্য বিশ্ববিদ্যালয়গুলোর স্থান। এর মধ্যে দশটি এমন বিশ্ববিদ্যালয় রয়েছে যেগুলো আবার কেন্দ্রের ইনস্টিটিউশন অব এমিনেন্সে জায়গা পেয়েছিল। চলতি বছরে ভারতের তরফ থেকে তালিকায় সবচেয়ে ভাল স্থান অর্জন করেছে আইআইটি বোম্বে। তার স্থান ১৭২। কিন্তু আগের বছর এই আইআইটি বোম্বে ছিল ১৫২ নম্বর স্থানে। অর্থাৎ এক ধাক্কায় ২০ ধাপ নেমেছে র্যাঙ্কিং।
এরপর রয়েছে আইআইএসসি বেঙ্গালুরু, আইআইটি দিল্লী, আইআইটি মাদ্রাজ, আইআইটি খড়গপুর, আইআইটি কানপুর, আইআইটি রুরকি, দিল্লী ইউনিভার্সিটি এবং আইআইটি হায়দ্রাবাদ। আইআইটি খড়গপুরও তালিকায় অনেকটাই নিচে নেমেছে গত বছরের তুলনায়। আগের বছর র্যাঙ্কিং ছিল ২৮১। এবার তা পিছিয়ে হয়েছে ৩১৪। তবে তালিকায় কেবলমাত্র চারটি বিশ্ববিদ্যালয় এমন রয়েছে, যাদের উন্নতি হয়েছে।